০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৫৯৮ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে  দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব প্যারিসের মোবিধা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় ।

 

 

বিকেলে  কঠিন চীবর দানসভা ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে প্রধান ধর্মালোচক ফ্রান্স বিশ্ব শান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী  ড. বরসম্বোধি মহাথের, অতিথি ছিলেন ভারত থেকে আগত ধ্যান সাধক বিনয় রক্ষিত মহাথের, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ড. সুমেধানন্দ মহাথের।

 

দেশনা করেন ভদন্ত বিজয়ানন্দ মহাথের ,ভদন্ত চন্দ্রজোতি ভিক্ষু প্রমুখ।

ভদন্ত  কল্যাণরত্ন থের,ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু ,ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষুসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

আদেশ  বড়ুয়া  ও উন্নয়ন  বড়ুয়ার সঞ্চালনায় মংগলাচরণ করেন ভদন্ত বিমলানন্দ ভিক্ষু  পঞ্চশীল প্রার্থনা করেন পরিতোষ  বড়ুয়া । বক্তব্য রাখেন বিজয় বড়ুয়া , ঝিনু বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন আকাশ বড়ুয়া।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।

সবশেষে বাংলাদেশ থেকে আগত বেতার ও টিভি শিল্পী শরণ বড়ুয়াসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

ফ্রান্সে বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে  দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব প্যারিসের মোবিধা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় ।

 

 

বিকেলে  কঠিন চীবর দানসভা ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে প্রধান ধর্মালোচক ফ্রান্স বিশ্ব শান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী  ড. বরসম্বোধি মহাথের, অতিথি ছিলেন ভারত থেকে আগত ধ্যান সাধক বিনয় রক্ষিত মহাথের, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ড. সুমেধানন্দ মহাথের।

 

দেশনা করেন ভদন্ত বিজয়ানন্দ মহাথের ,ভদন্ত চন্দ্রজোতি ভিক্ষু প্রমুখ।

ভদন্ত  কল্যাণরত্ন থের,ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু ,ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষুসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

আদেশ  বড়ুয়া  ও উন্নয়ন  বড়ুয়ার সঞ্চালনায় মংগলাচরণ করেন ভদন্ত বিমলানন্দ ভিক্ষু  পঞ্চশীল প্রার্থনা করেন পরিতোষ  বড়ুয়া । বক্তব্য রাখেন বিজয় বড়ুয়া , ঝিনু বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন আকাশ বড়ুয়া।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।

সবশেষে বাংলাদেশ থেকে আগত বেতার ও টিভি শিল্পী শরণ বড়ুয়াসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।