০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরবঙ্গের ২৬ টি বিহারে ত্রিপিটক রিসার্চ সোসাইটির ত্রিপিটক দান

  • সুব্রত বড়ুয়া অভি
  • আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৫৭৫ বার পড়া হয়েছে

তিন শতাধিক বিহারে ত্রিপিটক দানের ধারাবাহিকতায় অর্ধযুগপূর্তিতে রংপুর, নীলফামারীর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাও, মহাস্থানগড়, সিরাজগঞ্জ, জয়পুরহাটের ২৬ টি বৌদ্ধ বিহারে দুদিনব্যাপী ত্রিপিটক দানের আয়োজন করে ত্রিপিটক রিসার্চ সোসাইটি। প্রথম দিন ১৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর বেনুবন বিহারে সংঘদান ও জ্ঞাতীভোজনের মাধ্যমে ১০ টি বিহারে ত্রিপিটক দান দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত সোমানন্দ ভিক্ষু। ত্রিপিটক রিসার্চ সোসাইটির সিনিয়র সহ সভাপতি তমাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু, ভদন্ত শুভমিত্র ভিক্ষু, ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ।

দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর জয়পুরহাটস্থ পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারে ১৬ বিহারে ত্রিপিটক দান দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সংঘদান ও জ্ঞাতীভোজনে সভাপতিত্ব করেন ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু। আলোচনায় অংশ নেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কর্মকর্তা জনি বড়ুয়া, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর কর্মকর্তা উত্তম বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তাগণ ত্রিপিটক রিসার্চ সোসাইটির এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এক সময় ত্রিপিটক কি সেটাই জানতো না এই এলাকার জনগণ। ত্রিপিটক রিসার্চ সোসাইটির এমন কার্যক্রমে প্রতিটি বিহারে ত্রিপিটক শোভা পাচ্ছে। এমনকি সুলভ মুল্যে ত্রিপিটক সরবরাহের কারণে প্রতিটি ঘরে ঘরে ত্রিপিটক পৌঁছে যাচ্ছে। তারা ত্রিপিটক রিসার্চ সোসাইটির অগ্রগতি এগিয়ে যাক এই প্রার্থনা করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

উত্তরবঙ্গের ২৬ টি বিহারে ত্রিপিটক রিসার্চ সোসাইটির ত্রিপিটক দান

আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

তিন শতাধিক বিহারে ত্রিপিটক দানের ধারাবাহিকতায় অর্ধযুগপূর্তিতে রংপুর, নীলফামারীর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাও, মহাস্থানগড়, সিরাজগঞ্জ, জয়পুরহাটের ২৬ টি বৌদ্ধ বিহারে দুদিনব্যাপী ত্রিপিটক দানের আয়োজন করে ত্রিপিটক রিসার্চ সোসাইটি। প্রথম দিন ১৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর বেনুবন বিহারে সংঘদান ও জ্ঞাতীভোজনের মাধ্যমে ১০ টি বিহারে ত্রিপিটক দান দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত সোমানন্দ ভিক্ষু। ত্রিপিটক রিসার্চ সোসাইটির সিনিয়র সহ সভাপতি তমাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু, ভদন্ত শুভমিত্র ভিক্ষু, ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ।

দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর জয়পুরহাটস্থ পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারে ১৬ বিহারে ত্রিপিটক দান দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সংঘদান ও জ্ঞাতীভোজনে সভাপতিত্ব করেন ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু। আলোচনায় অংশ নেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কর্মকর্তা জনি বড়ুয়া, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর কর্মকর্তা উত্তম বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তাগণ ত্রিপিটক রিসার্চ সোসাইটির এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এক সময় ত্রিপিটক কি সেটাই জানতো না এই এলাকার জনগণ। ত্রিপিটক রিসার্চ সোসাইটির এমন কার্যক্রমে প্রতিটি বিহারে ত্রিপিটক শোভা পাচ্ছে। এমনকি সুলভ মুল্যে ত্রিপিটক সরবরাহের কারণে প্রতিটি ঘরে ঘরে ত্রিপিটক পৌঁছে যাচ্ছে। তারা ত্রিপিটক রিসার্চ সোসাইটির অগ্রগতি এগিয়ে যাক এই প্রার্থনা করেন।