বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, যুব, ও মহিলা শাখা আংশিক কমিটি পুনর্গঠন হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর ) ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কারক সভায় দেবপ্রিয় বড়ুয়া ঊর্ধ্বতন সহ-সভাপতি, প্রকৃতি রঞ্জন বড়ুয়াকে মহাসচিব,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ -চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি পদে প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া , সাধারণ সম্পাদক পদে শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি পদে ব্রাহ্মন্ড প্রতাপ বড়ুয়াকে, সাধারণ সম্পাদক পদে অমরেশ বড়ুয়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ -মহিলা শাখা এর সভাপতি পদে কেমি বড়ুয়া মুক্তা , সাধারণ সম্পাদক পদে শিক্ষিকা নেভী বড়ুয়াকে মনোনীত করা হয়।