পটিয়া জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দ আরামের প্রতিষ্ঠাতা , বিদর্শন সাধক ভাবনানন্দ মহাস্থবিরর ১৭ তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা সমাপনী দিবস আগামীকাল ১১ এপ্রিল অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা ভাবনানন্দ আরামে অনুষ্ঠিত হবে।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।