০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

Buddhist Missionary University’র সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মায়ানমার গেলেন সংঘরাজ

International Theravada Buddhist Missionary University’র ২৫ তম সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মায়ানমার গেলেন মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের।

মায়ানমার সরকারি পরিয়ত্তি শিক্ষার বিশ্ববিদ্যাপীঠ International Theravada Buddhist Missionary University’র ২৫ তম সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মহামান্য সংঘরাজ অগ্রমহাপন্ডিত ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় মায়ানমারে চলে গেলেন।গতকাল মধ্য রাত ১.৫৫ মিনিটের থাই এয়ারওয়েজের কলকাতা টু রেঙ্গুন নিয়মিত ফ্লাইটে রেঙ্গুনের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেন।তার সফরসঙ্গী হিসেবে আছেন তারই শিষ্য গুইমারা জ্ঞানশ্রী বৌদ্ধ মিশনের মহাপরিচালক ভদন্ত সংঘরত্ন মহাথেরো এম.এ মহোদয়। উল্লেখ্য মহামান্য সংঘরাজ বিগত ২৫ শে নভেম্বর ভারতে গমন করেন। ভারতে ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত ডঃ জিনপ্রিয় মহাথেরো মহোদয়ের আমন্ত্রণে তারই প্রতিষ্ঠানে ২৬ নভেম্বর দানোত্তম কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতে যান।তখন থেকে মহামান্য সংঘরাজ ভারতে ভ্রমণে রত আছেন।

মায়ানমার সফরে তিনি International Theravada Buddhist Missionary University তে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের সংঘরাজ হিসেবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ লাভ করেছেন।

৩ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে কনফারেন্স, সেমিনার,ভ্রমন ও ষষ্ঠ সংগীতির গুহা Mahapasana Cave এ মূল অনুষ্ঠান Grand Silver Jubilee Ceremony। উক্ত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের থেরবাদা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ভিক্ষু ও ছাত্র দের অভিভাবক প্রতিনিধি হিসেবে ব্যাপক ভূমিকা রাখবেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

Buddhist Missionary University’র সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মায়ানমার গেলেন সংঘরাজ

আপডেট সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

International Theravada Buddhist Missionary University’র ২৫ তম সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মায়ানমার গেলেন মহামান্য সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের।

মায়ানমার সরকারি পরিয়ত্তি শিক্ষার বিশ্ববিদ্যাপীঠ International Theravada Buddhist Missionary University’র ২৫ তম সিলভার জুবিলী অনুষ্ঠানে যোগদানের জন্য মহামান্য সংঘরাজ অগ্রমহাপন্ডিত ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় মায়ানমারে চলে গেলেন।গতকাল মধ্য রাত ১.৫৫ মিনিটের থাই এয়ারওয়েজের কলকাতা টু রেঙ্গুন নিয়মিত ফ্লাইটে রেঙ্গুনের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেন।তার সফরসঙ্গী হিসেবে আছেন তারই শিষ্য গুইমারা জ্ঞানশ্রী বৌদ্ধ মিশনের মহাপরিচালক ভদন্ত সংঘরত্ন মহাথেরো এম.এ মহোদয়। উল্লেখ্য মহামান্য সংঘরাজ বিগত ২৫ শে নভেম্বর ভারতে গমন করেন। ভারতে ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত ডঃ জিনপ্রিয় মহাথেরো মহোদয়ের আমন্ত্রণে তারই প্রতিষ্ঠানে ২৬ নভেম্বর দানোত্তম কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতে যান।তখন থেকে মহামান্য সংঘরাজ ভারতে ভ্রমণে রত আছেন।

মায়ানমার সফরে তিনি International Theravada Buddhist Missionary University তে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের সংঘরাজ হিসেবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ লাভ করেছেন।

৩ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে কনফারেন্স, সেমিনার,ভ্রমন ও ষষ্ঠ সংগীতির গুহা Mahapasana Cave এ মূল অনুষ্ঠান Grand Silver Jubilee Ceremony। উক্ত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের থেরবাদা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ভিক্ষু ও ছাত্র দের অভিভাবক প্রতিনিধি হিসেবে ব্যাপক ভূমিকা রাখবেন।