০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল শুরু

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০১:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৯৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল  ১৪  বৃহস্পতিবার  পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শোভাযাত্রা সহকারে প্রয়াত বোধিমিত্র মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন। এরপর  অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের ,সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাথের, সদ্ধর্মভাণক সোমানন্দ মহাথের,সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, সাবেক সাংসদ বেগম চেমন আরা তৈয়ব , পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক থাকবেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।

শুক্রবার (১৫মার্চ) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আশীর্বাদক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, প্রধান অতিথি থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের,  প্রধান জ্ঞাতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের।দ্বোধক স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক অধ্যাপক ড. উপানন্দ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , সাতকানিয়া আসনের সাংসদ এমএ মোতালেব সিআইপি , প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।

তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল শুরু

আপডেট সময় ০১:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনসদ্ধর্ম্মরত্ন বোধিমিত্র মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল  ১৪  বৃহস্পতিবার  পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শোভাযাত্রা সহকারে প্রয়াত বোধিমিত্র মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন। এরপর  অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের ,সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, শাসনকান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাথের, সদ্ধর্মভাণক সোমানন্দ মহাথের,সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, সাবেক সাংসদ বেগম চেমন আরা তৈয়ব , পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক থাকবেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।

শুক্রবার (১৫মার্চ) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আশীর্বাদক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, প্রধান অতিথি থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের,  প্রধান জ্ঞাতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের।দ্বোধক স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক অধ্যাপক ড. উপানন্দ মহাথের।

দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্মসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী , সাতকানিয়া আসনের সাংসদ এমএ মোতালেব সিআইপি , প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।

তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।