০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ার পাঁচুরিয়ায় শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা সম্পন্ন

পটিয়ার পাঁচুরিয়ায় দু’দিনব্যাপী ঐতিহাসিক শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা সম্পন্ন হয়েছে। উপজেলার পাঁচুরিয়া গন্ধকুটি বিহারে  ধর্মীয় এ মেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের,প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা টিংকু বড়ুয়া । বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা শ্বাতীলিখা বড়ুয়া নিউ মডেল ফুড এর ব্যাবস্থাপনা পরিচালক বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী ।  

বিকেলে পূণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আ,ক,ম সামসুদ্দিন, আওয়ামী লীগ নেতা ও পটিয়ার সাবেক মেয়র অধ্যাপক হারুনর রশিদ , জেলাপরিষদ সদস্য দেবব্রত দাশ।

আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার  যুগ্ন মহাসচিব ড:প্রিয়দর্শী মহাথের, ভদন্ত বিপস্সী মহাথের,ভদন্ত ভদ্রিয় মহাথের,ভদন্ত বোধিপ্রিয় মহাথের, ভদন্ত আয়ূপাল মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের ভদন্ত শীলপ্রিয় মহাথের প্রমূখ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

পটিয়ার পাঁচুরিয়ায় শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা সম্পন্ন

আপডেট সময় ০৮:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

পটিয়ার পাঁচুরিয়ায় দু’দিনব্যাপী ঐতিহাসিক শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা সম্পন্ন হয়েছে। উপজেলার পাঁচুরিয়া গন্ধকুটি বিহারে  ধর্মীয় এ মেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের,প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা টিংকু বড়ুয়া । বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা শ্বাতীলিখা বড়ুয়া নিউ মডেল ফুড এর ব্যাবস্থাপনা পরিচালক বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী ।  

বিকেলে পূণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আ,ক,ম সামসুদ্দিন, আওয়ামী লীগ নেতা ও পটিয়ার সাবেক মেয়র অধ্যাপক হারুনর রশিদ , জেলাপরিষদ সদস্য দেবব্রত দাশ।

আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার  যুগ্ন মহাসচিব ড:প্রিয়দর্শী মহাথের, ভদন্ত বিপস্সী মহাথের,ভদন্ত ভদ্রিয় মহাথের,ভদন্ত বোধিপ্রিয় মহাথের, ভদন্ত আয়ূপাল মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের ভদন্ত শীলপ্রিয় মহাথের প্রমূখ।