হাজারো মানুষের অংশগ্রহনে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্ম সভা হাটহাজারীর জোবরাস্থ গুরু গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি আয়োজিত সদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, এতে প্রধান অতিথি ছিলেন সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়ানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাথের। প্রধান আলোচক ভদন্ত শাসনানন্দ মহাথের। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।
বিশেষ অতিথি ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত ধর্মকীর্তি মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত ড.দেবপ্রিয় মহাথের, ভদন্ত বুদ্ধপাল মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের, ভদন্ত জ্যোতিম্ময় মহাথের, ভদন্ত নন্দপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের , ভদন্ত রতনপ্রিয় মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের । বিশেষ সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত এস. লোকজিৎ মহাথের প্রমুখ। উদ্বোধক ছিলেন জোবরা সুগত বিহারের উপাধ্যক্ষ জে, নিরোধানন্দ ভিক্ষু।
জে,এস সত্যপাল বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী পংকজ কুসুম বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ বড়ুয়া।