০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পরলোকে মায়ানমারের রাষ্ট্রীয় মহাসংঘনায়ক ড. ভদ্দন্ত কুমারাভিবংস ছেয়াদ

মায়ানমারের রাষ্ট্রীয় মহাসংঘনায়ক অভিধজ মহারাষ্ট্র গুরু অগ্রমহাপণ্ডিত শাসনধ্বজ ড. ভদ্দন্ত কুমারাভিবংস ছেয়াদ (৯৫) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……..)

বৃহস্পতিবার (২৫ মে) রাত ১১.১১ টায় মান্দালয় শহরের ভামো নিজ বিহারে প্রয়াণ লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি রাষ্ট্রীয় মহাসংঘনায়ক কাউন্সিলের সভাপতি অভিধজ মহারাষ্ট্রীয় অগ্রমহাপণ্ডিত শীরোমণি ছিলেন। তিনি মান্দালয়ে ৯-তম বাইনম ছেয়াদ হন।

এছাড়াও তিনি থেরবাদ আন্তর্জাতিক  বৌদ্ধ মিশনারী বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ ছিলেন।
তিনি মান্দালয় অঞ্চলের মাইংইয়ান জেলার তাউংথা শহরের ইয়াবে গ্রামে জন্মগ্রহণ করেন।মায়েং ফার জেলার তাউং থা শহরের রাবে গ্রামে বাবার নাম ইউ পো থিট,মায়ের নাম দাউ আয়ে থাইক। তিনি আট ভাইবোনের মধ্যে চতুর্থ পুত্র এবং ছোটবেলায় তার নাম রাখা হয়েছিল মং কিয়াও সেন। ৭৫ বর্ষাবাসে বর্ষীয়ান ছিলেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

পরলোকে মায়ানমারের রাষ্ট্রীয় মহাসংঘনায়ক ড. ভদ্দন্ত কুমারাভিবংস ছেয়াদ

আপডেট সময় ১১:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

মায়ানমারের রাষ্ট্রীয় মহাসংঘনায়ক অভিধজ মহারাষ্ট্র গুরু অগ্রমহাপণ্ডিত শাসনধ্বজ ড. ভদ্দন্ত কুমারাভিবংস ছেয়াদ (৯৫) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……..)

বৃহস্পতিবার (২৫ মে) রাত ১১.১১ টায় মান্দালয় শহরের ভামো নিজ বিহারে প্রয়াণ লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি রাষ্ট্রীয় মহাসংঘনায়ক কাউন্সিলের সভাপতি অভিধজ মহারাষ্ট্রীয় অগ্রমহাপণ্ডিত শীরোমণি ছিলেন। তিনি মান্দালয়ে ৯-তম বাইনম ছেয়াদ হন।

এছাড়াও তিনি থেরবাদ আন্তর্জাতিক  বৌদ্ধ মিশনারী বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ ছিলেন।
তিনি মান্দালয় অঞ্চলের মাইংইয়ান জেলার তাউংথা শহরের ইয়াবে গ্রামে জন্মগ্রহণ করেন।মায়েং ফার জেলার তাউং থা শহরের রাবে গ্রামে বাবার নাম ইউ পো থিট,মায়ের নাম দাউ আয়ে থাইক। তিনি আট ভাইবোনের মধ্যে চতুর্থ পুত্র এবং ছোটবেলায় তার নাম রাখা হয়েছিল মং কিয়াও সেন। ৭৫ বর্ষাবাসে বর্ষীয়ান ছিলেন।