সামাজিক, অরাজনৈতিক, মানবিক বৌদ্ধ সংগঠন প্রজ্ঞা সারথী সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ১৬ এপ্রিল নগরীর কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে এ কমিটি গঠন করা হয়।
প্রজ্ঞা সারথী সংঘের সভাপতি আকাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আকাশ বড়ুয়াকে সভাপতি, সৈকত বড়ুয়া সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী সর্বসম্মতি ক্রমে ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন,
সিনিয়র সহ সভাপতি – রিপন বড়ুয়া
সহ সভাপতি – প্রিতীষ বড়ুয়া
সহ সাধারণ সম্পাদক – লিংকন বড়ুয়া
সহ সাধারণ সম্পাদক – অর্জুন বড়ুয়া
অর্থ সম্পাদক – জুয়েল বড়ুয়া
সহ অর্থ সম্পাদিকা- সুবর্না বড়ুয়া
সাংগঠনিক সম্পাদক – শাবলু বড়ুয়া
সহ সাংগঠনিক সম্পাদক – সৌমেন বড়ুয়া
দপ্তর সম্পাদক -বাবু অর্নব বড়ুয়া
সহ দপ্তর সম্পাদক – জনি বড়ুয়া
প্রচার ও প্রকাশনা সম্পাদক – জিতু বড়ুয়া
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- শুভ্র বড়ুয়া
মহিলা সম্পাদিকা-নিশি বড়ুয়া
সহ মহিলা সম্পাদিকা-সুপ্রীতি বড়ুয়া
ধর্মীয় সম্পাদিকা-রিয়া বড়ুয়া
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – টিপু বড়ুয়া
সমাজকল্যান বিষয়ক সম্পাদক – শিমুল বড়ুয়া
কার্যকরী সদস্যা- সুর্মি বড়ুয়া
কার্যকরী সদস্য- নিশান বড়ুয়া
কার্যকরী সদস্য- শান্ত বড়ুয়া
কার্যকরী সদস্য পদে- প্রিয়াল বড়ুয়া ।