রাউজান পূর্বগুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ডা. আশেন্দু বিকাশ বড়ুয়া (৯২) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ০২.২৫ মিনিটে পরলোকগমন করেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মরদেহ কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে রাখা হবে এবং বেলা ২.০০ ঘটিকায় প্রথম শোকসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৯ আগস্ট প্রয়াতের গ্রামের বাড়িতে রামদাস মহাবিহার প্রাঙ্গণে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।