০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরমপূজ্য আর্য্যপুরুষ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মদিন উদযাপিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ জানুয়ারি) ভোরে কেক কেটে ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

পূজ্য বনভান্তের জন্মদিন উপলক্ষে সকালে কেক কাটেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো। এ সময় ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা পরিষদের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে বনভান্তের লেখা জয় জয় বুদ্ধ পতাকা গানটি পরিবেশন করে বুদ্ধপতাকা উত্তোলন করেন সমবেত পুণ্যার্থীরা।

এরপর ভিক্ষুসংঘের মাঝে পানীয় প্রাতঃরাশ ভোজন দান করা হয়। সকালে রাজবন বিহার অনুষ্ঠান মঞ্চে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিবিধ দানানুষ্ঠানের আয়োজন করা হয়। বনভান্তের জন্মদিন উপলক্ষে রাজবনবিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা বনভন্তের মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন বৌদ্ধধর্মালম্বীসহ সর্বস্তরের মানুষ।

 

আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। বনে-জঙ্গলে দীর্ঘসময় ধরে তিনি সাধনা করেছিলেন বলেই তিনি বনভান্তে হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি শিশুকাল থেকে ধ্যান সাধনা করতেন। দীর্ঘ সাধনার পন অবশেষে তিনি সিদ্ধি লাভ করেন। তারপর থেকে বনভান্তে শুরু করেন ধর্ম প্রচার।

বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বছর বয়সে  দেহত্যাগ লাভ করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির নতুন কমিটি গঠিত

You cannot copy content of this page

পরমপূজ্য আর্য্যপুরুষ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মদিন উদযাপিত

আপডেট সময় ০২:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ জানুয়ারি) ভোরে কেক কেটে ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

পূজ্য বনভান্তের জন্মদিন উপলক্ষে সকালে কেক কাটেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো। এ সময় ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা পরিষদের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে বনভান্তের লেখা জয় জয় বুদ্ধ পতাকা গানটি পরিবেশন করে বুদ্ধপতাকা উত্তোলন করেন সমবেত পুণ্যার্থীরা।

এরপর ভিক্ষুসংঘের মাঝে পানীয় প্রাতঃরাশ ভোজন দান করা হয়। সকালে রাজবন বিহার অনুষ্ঠান মঞ্চে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিবিধ দানানুষ্ঠানের আয়োজন করা হয়। বনভান্তের জন্মদিন উপলক্ষে রাজবনবিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা বনভন্তের মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন বৌদ্ধধর্মালম্বীসহ সর্বস্তরের মানুষ।

 

আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। বনে-জঙ্গলে দীর্ঘসময় ধরে তিনি সাধনা করেছিলেন বলেই তিনি বনভান্তে হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি শিশুকাল থেকে ধ্যান সাধনা করতেন। দীর্ঘ সাধনার পন অবশেষে তিনি সিদ্ধি লাভ করেন। তারপর থেকে বনভান্তে শুরু করেন ধর্ম প্রচার।

বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বছর বয়সে  দেহত্যাগ লাভ করেন।