০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চন্দনাইশ চরবরমা সুগত বিহারের কঠিন চীবর দান আজ

চন্দনাইশ চরবরমা সুগত  বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান আজ  ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক  জ্ঞানরত্ন মহাস্থবির প্রধান জ্ঞাতি থাকবেন পটিয়া কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের অধ্যক্ষ  প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো,  উদ্বোধক  থাকবেন  চরবরমা সুগত  বিহারের  বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির।

বিকালে দানোত্তম কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্মদিশারী ভদন্ত পি, লোকানন্দ মহাথেরো। উদ্বোধক থাকবেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের।

এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

চন্দনাইশ চরবরমা সুগত বিহারের কঠিন চীবর দান আজ

আপডেট সময় ০২:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

চন্দনাইশ চরবরমা সুগত  বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান আজ  ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক  জ্ঞানরত্ন মহাস্থবির প্রধান জ্ঞাতি থাকবেন পটিয়া কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের অধ্যক্ষ  প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো,  উদ্বোধক  থাকবেন  চরবরমা সুগত  বিহারের  বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির।

বিকালে দানোত্তম কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্মদিশারী ভদন্ত পি, লোকানন্দ মহাথেরো। উদ্বোধক থাকবেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের।

এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।