০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘ আলোক উৎসব ‘

তিন মাস বর্ষাবাসের সমাপনী দিন
আলোয় আলোয় আকাশ হলো যে রঙিন।
দান, শীল, ভাবনায় শুদ্ধ জীবনাচরণ
প্রজ্ঞানুশীলনে রত গৃহী, ভিক্ষুগণ।

প্রকৃষ্টরূপে অকুশল – মন্দের বারণ
প্রকৃষ্টরূপে কুশল ও ভালোর বরণ,
এরই নাম আলোক উৎসব বা প্রবারণা
বুদ্ধের কেশ ধাতুর প্রতি জানাই বন্দনা।
আঁধার ঘুচে আলোয় ভরুক পৃথ্বী
করি এই প্রার্থনা।

এই দিনে সিদ্ধার্থ রাজ্য সুখ ছেড়ে
নিজের চুল কেটে অধিষ্ঠান করে
জগৎ পূজ্য বুদ্ধ যদি হতে পারি আমি
এই কেশরাশি তবে হোক উর্দ্ধগামী।”

ইন্দ্র দেবের আসন তখন হলো কম্পিত
সেই কেশ দেবলীলায় হলো উত্থিত!
সেই কেশ দেবলোকে আছে সুরক্ষি
নমি সেই কেশধাতু, নমি তথাগত।
সেই কেশ আজো পূজে দেব- নরগণ
ফানুসের আলোয় ভরে উঠুক ভূবণ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

‘ আলোক উৎসব ‘

আপডেট সময় ০১:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

তিন মাস বর্ষাবাসের সমাপনী দিন
আলোয় আলোয় আকাশ হলো যে রঙিন।
দান, শীল, ভাবনায় শুদ্ধ জীবনাচরণ
প্রজ্ঞানুশীলনে রত গৃহী, ভিক্ষুগণ।

প্রকৃষ্টরূপে অকুশল – মন্দের বারণ
প্রকৃষ্টরূপে কুশল ও ভালোর বরণ,
এরই নাম আলোক উৎসব বা প্রবারণা
বুদ্ধের কেশ ধাতুর প্রতি জানাই বন্দনা।
আঁধার ঘুচে আলোয় ভরুক পৃথ্বী
করি এই প্রার্থনা।

এই দিনে সিদ্ধার্থ রাজ্য সুখ ছেড়ে
নিজের চুল কেটে অধিষ্ঠান করে
জগৎ পূজ্য বুদ্ধ যদি হতে পারি আমি
এই কেশরাশি তবে হোক উর্দ্ধগামী।”

ইন্দ্র দেবের আসন তখন হলো কম্পিত
সেই কেশ দেবলীলায় হলো উত্থিত!
সেই কেশ দেবলোকে আছে সুরক্ষি
নমি সেই কেশধাতু, নমি তথাগত।
সেই কেশ আজো পূজে দেব- নরগণ
ফানুসের আলোয় ভরে উঠুক ভূবণ।