আগামীকাল ৫ নভেম্বর রবিবার ২০২৩ ইংরেজি যেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে-
কানাডা বাংলাদেশ বৌদ্ধ বিহার টরেন্টো,ফ্রান্স ইউরোপীয়ান বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টার,নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধবিহার, খাগড়াছড়ি পানছড়ি মনিপুর বনবিহার, লংগদু ভাইবোনছড়া বিবেক সাধনা বন বিহার,কলকাতা মহেশতলা শাক্যমুনি বিহার,বরকল সুভলং চাপকিয়াছড়া ধাম্মা সিদ্ধি কারাম বৌদ্ধ বিহার,সিরাজগঞ্জ ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার, ভারত মেজোরাম ভূ-জয়ন্তী বনবিহার, রাঙামাটি মোরঘোনা বড়াদাম বনভান্তের স্মৃতি চৈত্য,জুরাছড়ি শিলছড়ি বনবিহার,লামা পোয়াংপাড়া জেতবন বিহার,রাঙ্গুনিয়া পাট্রালীকুল আনন্দারাম বিহার, নাইখাইন সন্তোষালয় বিহার,রামু উখিয়ারঘোনা জেতবন বিহার,দীঘিনালা কবাখালী মৈত্রী বৌদ্ধ বিহার,জামসেদপুর (ভারত) বৌদ্ধবিহার,নানুপুর নিশ্চিন্তাপুর শীলালংকার শান্তিধাম বিহার,ভারত কোলকাতা গড়িয়া সংস্কৃতি সংসদ, কোলকাতা বেহালা ইনসাইড মেডিটেশন সেন্টার, ভারত জলপাইগুড়ি নাগড়াকাটা বুদ্ধ জয়ন্তী বিহার,ভারত ঝাড়খন্ড জামশেদপুর বোধি সোসাইটি ,রাঙ্গামাটি অগৈইয়াছড়ি মনোরম বৌদ্ধ বিহার, রাঙ্গামাটি জীবতলী হেডপাড়া নবজ্যোতি বিহার,রামু উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধ বিহার,ভারত রিষড়া ধর্মোদয় বুদ্ধ বিহার, ভারত মহেশতলা গৌতম বিহার, ভারত রামপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, ভারত বেহালা ইনসাইড বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার।