০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির’র হীরক জয়ন্তী, মহাস্থবির,স্থবির বরণ আগামীকাল

বাংলা‌দেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠ‌নিক সম্পাদক জ্ঞানসার‌থি অধ‌্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির’র জাতীয় হীরক জয়ন্তী ,চন্দনাইশ মধ‌্যম জোয়ারা সুখরঞ্জন বিহা‌রের উপাধ‌্যক্ষ ভদন্ত সংঘরত্ন স্থবির’র “মহাস্থ‌বির বরণ” ও ই‌পি‌জেট সার্বজনীন বৌদ্ধ বিহা‌রের উপাধ‌্যক্ষ ভদন্ত এস. প্রিয়রত্ন ভিক্ষুর “স্থ‌বির বরণ” আগামীকাল ২৩ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনষ্টিটিউট , সীম্যান্স হোষ্টেল, নাবিক নিবাস অনুষ্ঠিত হবে।

এতে সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো: ফরিদুল হক খাঁন।

বিকেলে জয়ন্তী , “মহাস্থ‌বির বরণ”  “স্থ‌বির বরণ” অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য  বিষয়ক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ এম,এ লতিফ।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির’র হীরক জয়ন্তী, মহাস্থবির,স্থবির বরণ আগামীকাল

আপডেট সময় ০৮:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

বাংলা‌দেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠ‌নিক সম্পাদক জ্ঞানসার‌থি অধ‌্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির’র জাতীয় হীরক জয়ন্তী ,চন্দনাইশ মধ‌্যম জোয়ারা সুখরঞ্জন বিহা‌রের উপাধ‌্যক্ষ ভদন্ত সংঘরত্ন স্থবির’র “মহাস্থ‌বির বরণ” ও ই‌পি‌জেট সার্বজনীন বৌদ্ধ বিহা‌রের উপাধ‌্যক্ষ ভদন্ত এস. প্রিয়রত্ন ভিক্ষুর “স্থ‌বির বরণ” আগামীকাল ২৩ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনষ্টিটিউট , সীম্যান্স হোষ্টেল, নাবিক নিবাস অনুষ্ঠিত হবে।

এতে সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো: ফরিদুল হক খাঁন।

বিকেলে জয়ন্তী , “মহাস্থ‌বির বরণ”  “স্থ‌বির বরণ” অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য  বিষয়ক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী , প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ এম,এ লতিফ।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।