০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সম্যক’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ২২ মার্চ: চট্টগ্রাম প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৌদ্ধ সংগঠনের পুনর্মিলনী ও সংবর্ধনা, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের’রএকক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান আগামী ২২ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম চট্টগ্রাম দেব পাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আয্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয় বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া , উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব সীমান্ত বড়ুয়া । সম্মানিত অতিথি থাকবেন ইস্পাহানি চা কর্মকর্তা উৎফল কান্তি বড়ুয়া , বিশেষ অতিথি থাকবেন কাইরস ফুটওয়ার ইন্ডাষ্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক বিজন তালুকদার।

অনুষ্ঠানে বৌদ্ধ সংবাদমাধ্যমে তথাগত অনলাইন ,   সীবলী সংসদ, কন্থক বুড্ডিস্ট ইউনিটি , বৌদ্ধ ছায়াঙ্গন , অগ্রদূত বৌদ্ধ সংগঠন, প্রজ্ঞালো , এবিএসবি , ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ , ধর্মচক্র, বুদ্ধজ্যোতি সংঘকে সমাজে উল্লেখযোগ্য ভুমিকার জন্য সংবর্ধিত করা হবে।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান উদযাপনী পরিষদের আহবায়ক অভি বড়ুয়া , সমন্বয়কারী সজীব বড়ুয়া , অর্থ সম্পাদক রনেল চাকমা।

মিডিয়া পার্টনার হিসেবে তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

সম্যক’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ২২ মার্চ: চট্টগ্রাম প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় ০২:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৌদ্ধ সংগঠনের পুনর্মিলনী ও সংবর্ধনা, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের’রএকক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান আগামী ২২ মার্চ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম চট্টগ্রাম দেব পাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আয্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয় বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া , উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব সীমান্ত বড়ুয়া । সম্মানিত অতিথি থাকবেন ইস্পাহানি চা কর্মকর্তা উৎফল কান্তি বড়ুয়া , বিশেষ অতিথি থাকবেন কাইরস ফুটওয়ার ইন্ডাষ্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক বিজন তালুকদার।

অনুষ্ঠানে বৌদ্ধ সংবাদমাধ্যমে তথাগত অনলাইন ,   সীবলী সংসদ, কন্থক বুড্ডিস্ট ইউনিটি , বৌদ্ধ ছায়াঙ্গন , অগ্রদূত বৌদ্ধ সংগঠন, প্রজ্ঞালো , এবিএসবি , ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ , ধর্মচক্র, বুদ্ধজ্যোতি সংঘকে সমাজে উল্লেখযোগ্য ভুমিকার জন্য সংবর্ধিত করা হবে।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান উদযাপনী পরিষদের আহবায়ক অভি বড়ুয়া , সমন্বয়কারী সজীব বড়ুয়া , অর্থ সম্পাদক রনেল চাকমা।

মিডিয়া পার্টনার হিসেবে তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।