বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (বিবিসি ইউকে) এর নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে।
সভায় ২০২৫-২৭ মেয়াদের জন্য ৮০সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে ধর্মীয় উপদেষ্টা পদে লন্ডনস্থ জেতবন বিহারের অধ্যক্ষ শাসনকীর্তি এইচ, মহিপাল মহাথের এবং উপদেষ্টা পদে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অঞ্জন কান্তি বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, রানা মুৎসুদ্দি, অরুণাংশু বড়ুয়া, প্রকাশ চৌধূরী, দীপক বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রত্না বড়ুয়া, রিপণ বড়ুয়া, পার্থ বড়ুয়া ও শুভংকর বড়ুয়া।
৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরী উপদেষ্টা পদে রয়েছেন সজীব চৌধূরী,কমিটির সভাপতি হয়েছেন সুমন বড়ুয়া চৌধুরী, সহসভাপতি পদে- টিপলু বড়ুয়া, সুলেখা বড়ুয়া, শিমুল বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মীরা বড়ুয়া, বিপ্লব কিশোর বড়ুয়া, সোমা বড়ুয়া চৌধুরী , রয়েল বড়ুয়া। সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ বড়ুয়া। সহ সাধারণ সম্পাদক হয়েছেন সুমন তালুকদার ও শীলময় বড়ুয়া শিপন। সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বড়ুয়া ও ভূবন আনন্দ সিংহ, দপ্তর সম্পাদক সুমিত বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অপর্ণা চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সৈকত বড়ুয়া এবং প্রেস ও মিডিয়া সম্পাদক বিকাশ বড়ুয়া।