রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ- সভাপতি , রাঙ্গুনিয়া ত্রিপিটক পরিষদ ও বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি রাঙ্গুনিয়া রাজানগর শাক্যমুনি রাজ বিহারের অধ্যক্ষ,রাজগুরু ভদন্ত ইন্দাচারা মহাস্থবির’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার নিজ বিহারে অনুষ্ঠিত হবে।
সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের, উদ্বোধক থাকবেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়রক্ষিত মহাথের , প্রধান ধর্মদেশক থাকবেন রাজগুরু ভদন্ত শীলপাল মহাথের।
দুপুর ২ টায় স্মৃতিচারণসহ অনিত্যসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর রাত ৮ টা ১৫ মিনিটে নিজ বিহারে পরলোকগমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের চাকমারাণী ধর্মশীলা কালিন্দীরাণী পৃষ্ঠপোষকতা চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় শাক্যমুনি মন্দির স্থাপন করেন ও রাজানগরে বিশুদ্ধ থেরবাদ আদর্শের ভিক্ষুসংঘের মাধ্যমে ভিক্ষুসীমা স্থাপন করেন। বঙ্গে সদ্ধর্মের পুনঃ জাগরণ সয়য়ে ইহা প্রথম বিনয়সমম্মত বিশুদ্ধ বন্ধসীমা হিসাবে খ্যাত। ঐতিহাসিক পুন্যতীর্থ রাজানগর শাক্যমুনি রাজ বিহারে রাজগুরু মহাপন্ডিত , বহু গ্রন্থ প্রণেতা ও অনুবাদক ধর্মরত্ন মহাস্থবির সহ বহু পুণ্যপুরুষ অবস্থা করে এই ঐতিহাসিক পুণ্যতীর্থ ধন্য করেছে। সময় ও কালের বিবর্তনে রাজশক্তির পরিবর্তন হলেও এই পূর্ণ্যময় ঐতিহাসিক স্থানকে এখনো ধরে রেখে ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ-সভাপতি, রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ ও বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি, ঐতিহাসিক পুন্যতীর্থ রাজানগর শাক্যমুনি রাজ বিহারের অধ্যক্ষ, রাজগুরু ভদন্ত ইন্দাসারা মহাস্থবির । বহুকাল ধরে প্রতিষ্ঠানে অবস্থান করে এই প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করে রাখার আত্মপ্রত্যয়ে তিনি সবসময় ছিলেন নিবেদিত ছিলেন। বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও তিনি প্রতিষ্ঠান ছেড়ে কখনো চলে যায়নি তাঁর বিবেক-বুদ্ধি ,মেধা-প্রজ্ঞা ও চাকমা রাজা সহ ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে তিনি রক্ষা করেছেন। বহু সংস্কার কাজও সম্পাদনা করেন।