০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে ‘আম কাহিনী’, শুনলে চমকে উঠবেন!

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৬০৪ বার পড়া হয়েছে

ভগবান বুদ্ধের সঙ্গে আমের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। কথিত রয়েছে এই ফলটির সঙ্গে বুদ্ধর জীবন বিশেষভাবে জড়িত ছিল। আম কাহিনী নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় ভারত এবং ভারতের বাইরে বৌদ্ধধর্ম বিস্তারে আমের বিশেষ ভূমিকা রয়েছে।

বুদ্ধ যখন ছোটো ছিলেন তখন তাঁর নাম ছিল সিদ্ধার্থ। তাই ছেলেবেলা থেকেই আমের প্রতি তাঁর বিশেষ টান ছিল। আমকে তাই বৌদ্ধরা জীবনের একটি বিশেষ অংশ হিসাবে বলে মনে করেন। আজও বহু বৌদ্ধ ভিক্ষু আমকে বিশেষ উপহার হিসাবে মনে করেন। শ্রীলঙ্কা, বর্মাতে বৌদ্ধধর্ম প্রসারে আমের আজও একটি বিশেষ ভূমিকা রয়েছে।

এই আমের তালিকায় রয়েছে আলফানসো, দাসেরি, ল্যাংড়া, কেশর, চৌসা আরও কত কী। সমস্ত আমই সকলের কাছে প্রিয়। অনেকে আবার রয়েছে যারা বছরভরই আম খেতে পছন্দ করেন। এক বৌদ্ধ ভিক্ষুক জানান, ভগবান বুদ্ধ অনেক সময়ই আমগাছের নিচে বসে থাকতে ভালবাসতেন। নানা ধরণের আমের স্বাদ-গন্ধ দিয়ে তিনি সকলকে এক হতেও বলতেন।

এমনকি বিশেষ দিনগুলিতে আমগাছের নিচে বসে তিনি যোগসাধনাও করতেন। এমনকি নিজের ভক্তদেরও তিনি আম উপহার দিতে পছন্দ করতেন। সেই থেকেই শুরু। বৌদ্ধধর্মের সঙ্গে আমের সম্পর্ক গভীর হয়েছে। শান্তির প্রতীক হিসাবে বৌদ্ধরা তাই আমকেই বেছে নেন। ভগবান বৌদ্ধ যে আম কাহিনী শুরু করেছিলেন তাকে এখনও বয়ে নিয়ে চলেছেন বৌদ্ধরা।

সুত্র- আজকাল

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

বুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে ‘আম কাহিনী’, শুনলে চমকে উঠবেন!

আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভগবান বুদ্ধের সঙ্গে আমের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। কথিত রয়েছে এই ফলটির সঙ্গে বুদ্ধর জীবন বিশেষভাবে জড়িত ছিল। আম কাহিনী নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় ভারত এবং ভারতের বাইরে বৌদ্ধধর্ম বিস্তারে আমের বিশেষ ভূমিকা রয়েছে।

বুদ্ধ যখন ছোটো ছিলেন তখন তাঁর নাম ছিল সিদ্ধার্থ। তাই ছেলেবেলা থেকেই আমের প্রতি তাঁর বিশেষ টান ছিল। আমকে তাই বৌদ্ধরা জীবনের একটি বিশেষ অংশ হিসাবে বলে মনে করেন। আজও বহু বৌদ্ধ ভিক্ষু আমকে বিশেষ উপহার হিসাবে মনে করেন। শ্রীলঙ্কা, বর্মাতে বৌদ্ধধর্ম প্রসারে আমের আজও একটি বিশেষ ভূমিকা রয়েছে।

এই আমের তালিকায় রয়েছে আলফানসো, দাসেরি, ল্যাংড়া, কেশর, চৌসা আরও কত কী। সমস্ত আমই সকলের কাছে প্রিয়। অনেকে আবার রয়েছে যারা বছরভরই আম খেতে পছন্দ করেন। এক বৌদ্ধ ভিক্ষুক জানান, ভগবান বুদ্ধ অনেক সময়ই আমগাছের নিচে বসে থাকতে ভালবাসতেন। নানা ধরণের আমের স্বাদ-গন্ধ দিয়ে তিনি সকলকে এক হতেও বলতেন।

এমনকি বিশেষ দিনগুলিতে আমগাছের নিচে বসে তিনি যোগসাধনাও করতেন। এমনকি নিজের ভক্তদেরও তিনি আম উপহার দিতে পছন্দ করতেন। সেই থেকেই শুরু। বৌদ্ধধর্মের সঙ্গে আমের সম্পর্ক গভীর হয়েছে। শান্তির প্রতীক হিসাবে বৌদ্ধরা তাই আমকেই বেছে নেন। ভগবান বৌদ্ধ যে আম কাহিনী শুরু করেছিলেন তাকে এখনও বয়ে নিয়ে চলেছেন বৌদ্ধরা।

সুত্র- আজকাল