বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব , চট্টগ্রাম পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বুদ্ধবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত এম, বোধিমিত্র মহাথের’র সংবর্ধনা ও একক ধর্মদেশনা ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের ধম্মশালায় ফ্রান্সস্থ হাটহাজারীর মির্জাপুর গ্রামবাসীর আয়োজনে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
টিপু চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রের আবাসিক ভদন্ত মার্গরক্ষিত থের, তথাগত অনলাইন সম্পাদক অনুপম বড়ুয়া টিপু, ষড়রশ্মি সম্পাদক রাজীব বড়ুয়া, বিজন বড়ুয়া, দেবদাস বড়ুয়া, রুপন কুমার বড়ুয়া, শিল্পী চয়ন বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। পঞ্চশীল প্রার্থনা করেন উত্তম বড়ুয়া।