পটিয়া পাঁচরিয়া গন্ধকুটি বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বিহারাধ্যক্ষ ভদন্ত সংঘমিত্র থেরোর মহাথের বরণ আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিহার প্রাংগণে অনুষ্ঠিত হবে।
তথাগত অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ।
সকালে অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে।
বিকেলে দানসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক ড.বনশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত ভদ্রিয় মহাথের। প্রধান ধর্মা্দেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান উদযাপনী পরিষদ।