রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ-সভাপতি, রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস ভগবানপুর ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা…….)
বুধবার ১ জানুয়ারি রাত ১১. ২২ মিনিটে নিজ বিহারে বার্ধক্যজনিত রোগে নিজ বিহারে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর।