১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দয়াল কুমার বড়ুয়ার ‘বাতাস’ এখন ইসলামী আন্দোলনে!

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১০৮০ বার পড়া হয়েছে

এক সময়ের বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া এখন মঞ্চে সুর তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। সেজেছিলেন জাতীয় পার্টির বিদিশা গ্রুপের কো-চেয়ারম্যান । আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। একই আসন থেকে বেশ কয়েকবার ‘চুপিচুপি’ আওয়ামী লীগের টিকিটও কেটেছিলেন। আলোচিত-সমালোচিত এই দয়াল কুমার বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশায়।

শনিবার (২৮ জুন) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের মঞ্চে দেখা গেছে দয়াল কুমার বড়ুয়াকে। হাতপাখার বাতাসে ‘আওয়ামী সুর’ পাল্টে ইসলামী আন্দোলন বাংলাদেশে ভিড়লেন দয়াল।

দয়াল বলেন, মানুষ পরিবর্তন চায়, এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন। যিনি রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নন তিনি আমাদেরই ভাই, আমাদেরই গার্ডিয়ান আমাদের করিম ভাই (সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই) । ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয়ই একটি মেসেজ পাই। আজকের মহাসমাবেশ কেন? সংস্কার, বিচার, পিআর তিনটা বিষয়টাকে সামনে রেখে।

ইসলামী দলগুলোর সাম্প্রতিক জোট গঠনের তৎপরতা আর তাতে এনসিপির যুক্ত হওয়ার প্রেক্ষাপটে মঞ্চে উঠেই দয়াল বললেন ‘মর্নিং শোজ দ্য ডে’!

মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মতোই দয়াল বড়ুয়াও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভোটব্যবস্থার পক্ষে জোরালো সুরে কথা বলেছেন। দলটির প্রতি নিজের ‘কমিটমেন্ট’ জানিয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসনের মনোনয়নপত্র জমা করছেন দয়াল বড়ুয়া। দয়ালের ভাষ্যে, বাংলাদেশে ৪২ লাখ বৌদ্ধ বাস করেন। যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই—তিন চৌদ্ধ বিয়াল্লিশ। দুই লক্ষ ভোটে যদি একটা সিট পাওয়া যায়, তাহলে আমরা সাতটা সিট পাই। এ পর্যন্ত আমাদেরকে শুধু ইউজ করা হয়েছে। কিন্তু আজকে, আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে এসেছেন, তার প্রতি কমিটমেন্ট করতে চাই—PR-এর বিকল্প নাই।’

এদিকে দয়ালের ‘পল্টিতে’ ক্ষোভ দেখাচ্ছেন আওয়ামী লীগের অনেকেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সালাহউদ্দিন সাকিব সোহরাওয়ার্দীর সমাবেশে দয়ালের বক্তব্য শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গতকাল চরমোনাইর পীরের সমাবেশে সংখ‍্যালঘু প্রতিনিধি হিসেবে বক্তৃতা করা দয়াল কান্তি বড়ুয়া কথিত ফ‍্যাসিস্টের দোসর ছিলেন। তিনি একাধিকবার ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ৬ বছর বৌদ্ধ ধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হয়েছিল। সুবিধাবাদী মৌসুমি পাখি বিভিন্ন সময় জাতীয় পার্টি (বিদিশা), কল‍্যাণ পার্টি বর্তমান সময়ের কিংস পার্টির পরিচয় বহন করেন। তিনি গতকাল সোহরাওয়ার্দী উদ‍্যানে জামাত হেফাজত এনসিপির সাথে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিষেদগার করেন। এই বাটপারকে চিনে রাখুন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে বাড়ী।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

You cannot copy content of this page

দয়াল কুমার বড়ুয়ার ‘বাতাস’ এখন ইসলামী আন্দোলনে!

আপডেট সময় ০২:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

এক সময়ের বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া এখন মঞ্চে সুর তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। সেজেছিলেন জাতীয় পার্টির বিদিশা গ্রুপের কো-চেয়ারম্যান । আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। একই আসন থেকে বেশ কয়েকবার ‘চুপিচুপি’ আওয়ামী লীগের টিকিটও কেটেছিলেন। আলোচিত-সমালোচিত এই দয়াল কুমার বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশায়।

শনিবার (২৮ জুন) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের মঞ্চে দেখা গেছে দয়াল কুমার বড়ুয়াকে। হাতপাখার বাতাসে ‘আওয়ামী সুর’ পাল্টে ইসলামী আন্দোলন বাংলাদেশে ভিড়লেন দয়াল।

দয়াল বলেন, মানুষ পরিবর্তন চায়, এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন। যিনি রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নন তিনি আমাদেরই ভাই, আমাদেরই গার্ডিয়ান আমাদের করিম ভাই (সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই) । ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয়ই একটি মেসেজ পাই। আজকের মহাসমাবেশ কেন? সংস্কার, বিচার, পিআর তিনটা বিষয়টাকে সামনে রেখে।

ইসলামী দলগুলোর সাম্প্রতিক জোট গঠনের তৎপরতা আর তাতে এনসিপির যুক্ত হওয়ার প্রেক্ষাপটে মঞ্চে উঠেই দয়াল বললেন ‘মর্নিং শোজ দ্য ডে’!

মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মতোই দয়াল বড়ুয়াও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভোটব্যবস্থার পক্ষে জোরালো সুরে কথা বলেছেন। দলটির প্রতি নিজের ‘কমিটমেন্ট’ জানিয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসনের মনোনয়নপত্র জমা করছেন দয়াল বড়ুয়া। দয়ালের ভাষ্যে, বাংলাদেশে ৪২ লাখ বৌদ্ধ বাস করেন। যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই—তিন চৌদ্ধ বিয়াল্লিশ। দুই লক্ষ ভোটে যদি একটা সিট পাওয়া যায়, তাহলে আমরা সাতটা সিট পাই। এ পর্যন্ত আমাদেরকে শুধু ইউজ করা হয়েছে। কিন্তু আজকে, আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে এসেছেন, তার প্রতি কমিটমেন্ট করতে চাই—PR-এর বিকল্প নাই।’

এদিকে দয়ালের ‘পল্টিতে’ ক্ষোভ দেখাচ্ছেন আওয়ামী লীগের অনেকেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সালাহউদ্দিন সাকিব সোহরাওয়ার্দীর সমাবেশে দয়ালের বক্তব্য শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গতকাল চরমোনাইর পীরের সমাবেশে সংখ‍্যালঘু প্রতিনিধি হিসেবে বক্তৃতা করা দয়াল কান্তি বড়ুয়া কথিত ফ‍্যাসিস্টের দোসর ছিলেন। তিনি একাধিকবার ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ৬ বছর বৌদ্ধ ধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হয়েছিল। সুবিধাবাদী মৌসুমি পাখি বিভিন্ন সময় জাতীয় পার্টি (বিদিশা), কল‍্যাণ পার্টি বর্তমান সময়ের কিংস পার্টির পরিচয় বহন করেন। তিনি গতকাল সোহরাওয়ার্দী উদ‍্যানে জামাত হেফাজত এনসিপির সাথে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিষেদগার করেন। এই বাটপারকে চিনে রাখুন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে বাড়ী।