কুমিল্লা লালমাই আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্ঠা কর্মবীর, অনাথপিতা, জঙ্গম তীর্থরাজ প্রয়াত জিনসেন মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২১,২২ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লা লালমাই আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।
২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রয়াত জিনসেন মহাথের’র পবিত্র মরদেহ নিয়ে শান্তি শোভাযাত্রা সহকারে জন্মভূমিতে গমন , রাত ৮ টায় বুদ্ধ কীর্তন পরিবেশিত হবে।
২২ নভেম্বর শুক্রবার সকালে প্রয়াত জিনসেন মহাথের স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ভারতের মুম্বাই অজান্তা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাই মায়ানী তথাগত বিদর্শনারাম ও ত্রিপিটক গবেষনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত শাসনবংশ মহাথের, উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের , প্রধান জ্ঞাতি থাকবেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের।
দুপুর ২ টায় কর্মবীর, অনাথপিতা, জঙ্গম তীর্থরাজ প্রয়াত জিনসেন মহাথের’র কর্মময় জীবন স্মৃতিচারণসহ অনিত্যসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথের ,মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। উদ্বোধক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস, লোকজিৎ মহাথের।
উল্লেখ্য গত ৬ নভেম্বর বুধবার সকাল ৯.৩০মিনিটে প্রয়াত জিনসেন মহাথের কুমিল্লা মুন হসপিটালে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।