০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক  বিহারে

আর্যশ্রাবক জ্ঞানীশ্বর, উপসংঘরাজ সত্যপ্রিয় স্মরণে অনুষ্ঠান আগামী ৬,৭ এপ্রিল

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ৮০৯ বার পড়া হয়েছে

মহাযোগী আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির, উপসংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবির স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান,  চীবর, বুদ্ধমূর্তি দান ও সুবর্ণভুমি আন্তর্জাতিক বৃত্তি  প্রদান অনুষ্ঠান আগামী ৬,৭ এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক  বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) অষ্টপরিষ্কারসহ সংঘদান ১০০ ভিক্ষুকে বুদ্ধমূর্তি সহ চীবর দান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দানশীলা মানু প্রভা বড়ুয়া। উদ্বোধক থাকবেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক  বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন মায়ানী তথাগত বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক থাকবেন ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির ,ভদন্ত শীলমিত্র স্থবির, ভদন্ত ড. সুমনপ্রিয় স্থবির, ভদন্ত এস, ধর্মতিলক স্থবির। বিশেষ অতিথি থাকবেন ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির, ভদন্ত দেবমিত্র মহাস্থবির, ভদন্ত শীলানন্দ মহাস্থবির, ভদন্ত এম, বোধিমিত্র মহাস্থবির, ভদন্ত বিপুলসেন মহাস্থবির, ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ব্যবসায়ী পান্না লাল বড়ুয়া, অধ্যক্ষ স্বাতীলেখা বড়ুয়া, সমাজ সেবক প্রদীপ বড়ুয়া , লেখক ও গবেষক  অভিজিৎ বড়ুয়া অভি ।

 

শুক্রবার (৭এপ্রিল)  দুপুর ১টায় সুবর্ণভুমি আন্তর্জাতিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ী মৃদুল চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাইল্যান্ড ননথাবুরি প্রদেশ ক্রাচমথং বিহারের উপাধ্যক্ষ ফ্রা খরুসংখারক কমনচাই ইয়ান্নাসোভানো মহাথের, থাইল্যান্ড মাই নং বুয়া রি বিহারের উপাধ্যক্ষ ফ্রা আজান সোমাই পানিধিপো মহাথের।

প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রাক্তন মহাসচিব এস, লোকজিৎ মহাস্থবির, প্রধান আলোচক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির, আলোচক থাকবেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া । উদ্বোধক থাকবেন কানাডা কম্ভোডিয়ান বৌদ্ধ বিহারের সহকারী পরিচালক ভদন্ত আনন্দপ্রিয়  স্থবির।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক  বিহারে

আর্যশ্রাবক জ্ঞানীশ্বর, উপসংঘরাজ সত্যপ্রিয় স্মরণে অনুষ্ঠান আগামী ৬,৭ এপ্রিল

আপডেট সময় ০৪:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

মহাযোগী আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির, উপসংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবির স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান,  চীবর, বুদ্ধমূর্তি দান ও সুবর্ণভুমি আন্তর্জাতিক বৃত্তি  প্রদান অনুষ্ঠান আগামী ৬,৭ এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক  বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) অষ্টপরিষ্কারসহ সংঘদান ১০০ ভিক্ষুকে বুদ্ধমূর্তি সহ চীবর দান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দানশীলা মানু প্রভা বড়ুয়া। উদ্বোধক থাকবেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক  বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন মায়ানী তথাগত বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক থাকবেন ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির ,ভদন্ত শীলমিত্র স্থবির, ভদন্ত ড. সুমনপ্রিয় স্থবির, ভদন্ত এস, ধর্মতিলক স্থবির। বিশেষ অতিথি থাকবেন ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির, ভদন্ত দেবমিত্র মহাস্থবির, ভদন্ত শীলানন্দ মহাস্থবির, ভদন্ত এম, বোধিমিত্র মহাস্থবির, ভদন্ত বিপুলসেন মহাস্থবির, ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ব্যবসায়ী পান্না লাল বড়ুয়া, অধ্যক্ষ স্বাতীলেখা বড়ুয়া, সমাজ সেবক প্রদীপ বড়ুয়া , লেখক ও গবেষক  অভিজিৎ বড়ুয়া অভি ।

 

শুক্রবার (৭এপ্রিল)  দুপুর ১টায় সুবর্ণভুমি আন্তর্জাতিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ী মৃদুল চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাইল্যান্ড ননথাবুরি প্রদেশ ক্রাচমথং বিহারের উপাধ্যক্ষ ফ্রা খরুসংখারক কমনচাই ইয়ান্নাসোভানো মহাথের, থাইল্যান্ড মাই নং বুয়া রি বিহারের উপাধ্যক্ষ ফ্রা আজান সোমাই পানিধিপো মহাথের।

প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রাক্তন মহাসচিব এস, লোকজিৎ মহাস্থবির, প্রধান আলোচক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির, আলোচক থাকবেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া । উদ্বোধক থাকবেন কানাডা কম্ভোডিয়ান বৌদ্ধ বিহারের সহকারী পরিচালক ভদন্ত আনন্দপ্রিয়  স্থবির।