০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবুরখীলে নবনির্মিত ভবন উৎসর্গ ও সংঘানন্দ থের’র মহাথের বরণ

রাউজান আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক, বিচিত্র ধর্মকথিক ভদন্ত সংঘানন্দ থের’র মহাথের বরণোৎসব   দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায়  আবুরখীল বিদর্শন বিহারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (১০ মার্চ)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের, আশীর্বাদক ছিলেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের। উদ্বোধক ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের। ভদন্ত তণহংকর থের ও কবি বিশ্বজিত বড়ুয়ার সঞ্চালনায় দেশনা করেন ভদন্ত উৎকট্টাপঞা থেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, আমেরিকা, ভদন্ত ধর্মদর্শী থেরো, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন দেবাশীষ বড়ুয়া ।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান শিক্ষক  রুপায়ন বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, প্রকৌ: প্রদীপ বড়ুয়া, রিপন প্রসাদ বড়ুয়া,প্রকৌ: ঝুলেন বড়ুয়া, সমীরণ বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া প্রমুখ।

বিকেল ১.৩০টা নববরিত মহাথের’র সদ্ধর্ম সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের,  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ।উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত বিপুলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের,  রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার,ডা. সুমন বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ। অভিব্যাক্তি প্রকাশ করেন নব অভিধা প্রাপ্ত ভদন্ত সংঘানন্দ মহাথের।

চম্পাকলি বড়ুয়া ও রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অধাপক ড. বিকিরন প্রসাদ বড়ুয়া ,অধ্যাপক রূপায়ন বড়ুয়া বাবলা, দেবাশীষ বড়ুয়া,পুষ্পেন বড়ুয়া কাজল , বোধি রতন বড়ুয়া , শিক্ষক হীরাধন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

আবুরখীলে নবনির্মিত ভবন উৎসর্গ ও সংঘানন্দ থের’র মহাথের বরণ

আপডেট সময় ১১:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

রাউজান আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক, বিচিত্র ধর্মকথিক ভদন্ত সংঘানন্দ থের’র মহাথের বরণোৎসব   দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায়  আবুরখীল বিদর্শন বিহারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার (১০ মার্চ)  সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও আবুরখীল বিদর্শন  বিহারের নবনির্মিত ভবন উৎসর্গ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের, আশীর্বাদক ছিলেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের। উদ্বোধক ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের। ভদন্ত তণহংকর থের ও কবি বিশ্বজিত বড়ুয়ার সঞ্চালনায় দেশনা করেন ভদন্ত উৎকট্টাপঞা থেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, আমেরিকা, ভদন্ত ধর্মদর্শী থেরো, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন দেবাশীষ বড়ুয়া ।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান শিক্ষক  রুপায়ন বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, প্রকৌ: প্রদীপ বড়ুয়া, রিপন প্রসাদ বড়ুয়া,প্রকৌ: ঝুলেন বড়ুয়া, সমীরণ বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া প্রমুখ।

বিকেল ১.৩০টা নববরিত মহাথের’র সদ্ধর্ম সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী   মহাথের,  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ।উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত বিপুলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের,  রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার,ডা. সুমন বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ। অভিব্যাক্তি প্রকাশ করেন নব অভিধা প্রাপ্ত ভদন্ত সংঘানন্দ মহাথের।

চম্পাকলি বড়ুয়া ও রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অধাপক ড. বিকিরন প্রসাদ বড়ুয়া ,অধ্যাপক রূপায়ন বড়ুয়া বাবলা, দেবাশীষ বড়ুয়া,পুষ্পেন বড়ুয়া কাজল , বোধি রতন বড়ুয়া , শিক্ষক হীরাধন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।