১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল শুভ অষ্টমী তিথি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৭২ বার পড়া হয়েছে

আগামীকাল  ২৫৬৮ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের দশম উপোসথ দিবস ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ।

পবিত্র অষ্টমী তিথি শীল সুগন্ধের ন্যায় মনোহর সুগন্ধ আর নেই। ইহা বায়ুর অনুকূল এবং প্রতিকূল উভয়দিকে সমানভাবই প্রবাহিত হয়। অর্থাৎ, পুষ্প-সুগন্ধি দ্রব্য ইত্যাদির সুগন্ধ বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির কীর্তিগন্ধ সর্বদিকে প্রবাহিত হয়।

আসুন অষ্টমী তিথিতে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমীতার পরিপূর্ণতা সাধনে সংকল্পবদ্ধ হই। এবং পরিবারের সকল সদস্যগণকে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালনে উৎসাহিত করি। আর যাদের পুরো দিবস উপোসথ গ্রহণের সুযোগ নেই, তারা অর্ধ-উপোসথ হলেও উপোসথ গ্রহণের সংকল্পবদ্ধ হতে পারেন।

সাধু সাধু সাধু

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির নতুন কমিটি গঠিত

You cannot copy content of this page

আগামীকাল শুভ অষ্টমী তিথি

আপডেট সময় ০৪:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আগামীকাল  ২৫৬৮ বুদ্ধাব্দের ত্রৈমাসিক বর্ষাবাসের দশম উপোসথ দিবস ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ।

পবিত্র অষ্টমী তিথি শীল সুগন্ধের ন্যায় মনোহর সুগন্ধ আর নেই। ইহা বায়ুর অনুকূল এবং প্রতিকূল উভয়দিকে সমানভাবই প্রবাহিত হয়। অর্থাৎ, পুষ্প-সুগন্ধি দ্রব্য ইত্যাদির সুগন্ধ বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির কীর্তিগন্ধ সর্বদিকে প্রবাহিত হয়।

আসুন অষ্টমী তিথিতে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমীতার পরিপূর্ণতা সাধনে সংকল্পবদ্ধ হই। এবং পরিবারের সকল সদস্যগণকে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালনে উৎসাহিত করি। আর যাদের পুরো দিবস উপোসথ গ্রহণের সুযোগ নেই, তারা অর্ধ-উপোসথ হলেও উপোসথ গ্রহণের সংকল্পবদ্ধ হতে পারেন।

সাধু সাধু সাধু