০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্মানুষ্ঠান ১৬ জানুয়ারি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্মানুষ্ঠান আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে হাটহাজারীর জোবরা গ্রামে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আটাশ বুদ্ধের পূজা , অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মানুষ্ঠান।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ,উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের, উদ্বোধক থাকবেন উপ-সংঘরাজ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত  ভদন্ত জিনালংকার মহাথের।

উক্ত পুন্যানুষ্ঠানে আপনাদের নান্দনিক উপস্থিতি কামনা করেছেন পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্মানুষ্ঠান ১৬ জানুয়ারি

আপডেট সময় ০৩:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ গুনালংকার মহাথের স্মরণে সদ্ধর্মানুষ্ঠান আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে হাটহাজারীর জোবরা গ্রামে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আটাশ বুদ্ধের পূজা , অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মানুষ্ঠান।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ,উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের, উদ্বোধক থাকবেন উপ-সংঘরাজ কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত  ভদন্ত জিনালংকার মহাথের।

উক্ত পুন্যানুষ্ঠানে আপনাদের নান্দনিক উপস্থিতি কামনা করেছেন পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটি।