বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক,মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের’র ৩দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১২,১৩ ও ১৪ ফেব্রুয়ারী বুধবার, বৃহস্পতিবার , শুক্রবার রাউজান পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারে অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় শোভাযাত্রা সহকারে প্রয়াত মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন ও উদ্বোধন । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন পরিষদের সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাউজান থানা অফিসার ইন চার্জ মীর মাহবুবুর রহমান। প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত উ. পঞ্ঞা চক্ক মহাথের ।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী )প্রয়াত মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। আশীর্বাদক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের,সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। প্রধান জ্ঞাতি থাকবেন হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সদ্ধর্মভাণক ভদন্ত শাসনবংশ মহাথের।
দুপুর ৩ টায় শান্তি শোভাযাত্রা। উদ্বোধন করবেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, ্সন্ধ্যা ৬ টায় আলং নৃত্য , সন্ধ্যা ৭ টায় বুদ্ধ কীর্তন , পরিবেশনায় হোয়ারাপাড়া গ্রামের কীর্তনিয়া দল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে প্রয়াত মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
আশীর্বাদক থাকবেন সহ উপসংঘনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের,সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,প্রধান অতিথি থাকবেন পার্বত্য ভিক্ষু সংঘের ৬ষ্ঠ সংঘনায়ক (রাজনিকায়) ভদন্ত ঞ্নাওয়াইসা মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন পার্বত্য ভিক্ষু সংঘের সংঘনায়ক ভারপ্রাপ্ত ভদন্ত উ সমা মহাথের ।
দুপুর ২ টায় স্মৃতিচারণসহ অনিত্যসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের আশীর্বাদক থাকবেন সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,পার্বত্য ভিক্ষু সংঘের ৬ষ্ঠ সংঘনায়ক (রাজনিকায়) ভদন্ত ঞ্নাওয়াইসা মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা , উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
উল্লেখ্য, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি, বহু সংঘনায়কের জন্মজনপদ চট্টগ্রাম রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার’র নবরূপকার অধ্যক্ষ, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র অন্যতম শিষ্য রাজগুরু বিজয়ানন্দ মহাথের’র প্রথম শিষ্য,চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণপদকে ভূষিত সংঘ মনীষা মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের মহোদয় ২ জুলাই, ২০২৪ খ্রি. মঙ্গলবার প্রত্যূষে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ করেন। এ মহান সদ্ধর্মসাধকের পবিত্র মরদেহ তাঁর কর্মতীর্থ রাউজানর উপজেলার ঐতীহ্যবাহী বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের “পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার” এ যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর ও বৌদ্ধিক রীতিতে সংরক্ষণ করা হয়।