রাঙামাটি রিজার্ভ বাজার ঝুল্লিক্যা পাহাড়স্থ স্বধর্ম বৌদ্ধ বিহারে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য ছোটন বড়ুয়া কে সভাপতি ও মুন্না বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ ও মাখন লাল বড়ুয়াকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: বিপ্লব বড়ুয়া,যুগ্ন সম্পাদক: অজিতাভ বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক:অন্তর বড়ুয়া,অর্থ সম্পাদক:সৌরভ বড়ুয়া,দপ্তর সম্পাদক সবুজ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিন বড়ুয়া। কার্যকরি সদস্যরা হলেন- সজল বড়ুয়া, শম্বু বড়ুয়া, বাবুল বড়ুয়া, মিন্টু বড়ুয়া, সুনিক বড়ুয়া, কেটু বড়ুয়া, আবু বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, সুমন বড়ুয়া পরান , সুকুমার বড়ুয়া, লিপি বড়ুয়া, বিজন বড়ুয়া।