০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৫:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ৩দিন ব্যাপী  নানা আনুষ্ঠানিকতায়  সম্পন্ন হয়েছে।

গত ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী রাউজান পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার সংলগ্ন মাঠে  জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নব মনোনীত সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের’র বরণ করা হয়।

কর্মসূচী মধ্যে ছিল, শোভাযাত্রাসহকারে মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথেরে’র পবিত্র দেহধাতু সভমঞ্চে ব্রাহ্মপুরীতে প্রতিস্থাপন, স্মৃতিচারণ ও অনিত্য সভা, আলং নৃত্যে শ্রদ্ধা জ্ঞাপন, অষ্টপরিষ্কারসহ সংঘদান, শান্তি শোভাযাত্রা, বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ, বুদ্ধ কীর্তনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।

প্রথম দিন বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় শোভাযাত্রা সহকারে প্রয়াত মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র  মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন ও উদ্বোধন করা হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন পরিষদের সভাপতি  সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান থানা অফিসার ইন চার্জ মীর মাহবুবুর রহমান।   প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ. পঞ্ঞা চক্ক মহাথের ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে  স্মৃতিচারণসহ অনিত্যসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের আশীর্বাদক ছিলেন সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,পার্বত্য ভিক্ষু সংঘের ৬ষ্ঠ সংঘনায়ক (রাজনিকায়) ভদন্ত  ঞ্নাওয়াইসা মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা , উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।

বক্তব্য রাখেন সদ্ধর্মজ্যোতি ভদন্ত  সুনন্দ মহাথের, সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, প্রজ্ঞাবারিধি ভদন্ত  সুমেধানন্দ মহাথের, অধ্যাপক  বিপুলানন্দ মহাথের, রাজগুরু ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের, সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের, কর্মবীর ভদন্ত করুণাশ্রী থের,  ভদন্ত ধর্মপ্রিয়  মহাথের, সদ্ধর্মসারথী ভদন্ত সুমনবংশ  মহাথের, মৈত্রীবারিধি ভদন্ত পরমানন্দ মহাথের ,ভদন্ত তন্হংকর থের, অধ্যাপক ড. সু্ব্রত বরণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া,অঞ্চল কুমার তালুকদার,  শিবু প্রসাদ বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি  মং হলা চিং,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি  সুশীল বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি রুবেল বড়ুয়া, উদযাপনী পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, উদযাপনী পরিষদের অর্থ সম্পাদক নয়ন বড়ুয়া,  সুভাষ চন্দ্র বড়ুয়া,  বীর উত্তম বড়ুয়া প্রমুখ।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী শরণ বড়ুয়া।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত দেববংশ থের  ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু,  অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, লেলিন বড়ুয়া।

অনুষ্ঠানে সংঘরাজ ও সংঘনায়কসহ  ভিক্ষু সংঘ, রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, বৌদ্ধ নেতৃবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে সন্ধ্যায় ফানুস উত্তোলন ও আতশবাজির মাধ্যমে শ্মাশনবেদিতে অগ্নিপ্রজ্জ্বলন ও বুদ্ধ কীর্তনসহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র বিদায় জানানো হয়। এই উপলক্ষে  চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান,  খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী জেলাসহ আশেপাশের এলাকা হতে হাজার হাজার পূর্ণার্থী ও দায়ক-দায়িকাবৃন্দের মহাসমাগম ঘটে।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

You cannot copy content of this page

রাউজানে মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আপডেট সময় ০৫:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ৩দিন ব্যাপী  নানা আনুষ্ঠানিকতায়  সম্পন্ন হয়েছে।

গত ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী রাউজান পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার সংলগ্ন মাঠে  জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নব মনোনীত সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের’র বরণ করা হয়।

কর্মসূচী মধ্যে ছিল, শোভাযাত্রাসহকারে মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথেরে’র পবিত্র দেহধাতু সভমঞ্চে ব্রাহ্মপুরীতে প্রতিস্থাপন, স্মৃতিচারণ ও অনিত্য সভা, আলং নৃত্যে শ্রদ্ধা জ্ঞাপন, অষ্টপরিষ্কারসহ সংঘদান, শান্তি শোভাযাত্রা, বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ, বুদ্ধ কীর্তনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।

প্রথম দিন বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় শোভাযাত্রা সহকারে প্রয়াত মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র  মহাথের’র শবাধার সভামঞ্চ ব্রম্মপুরিতে প্রতিস্থাপন ও উদ্বোধন করা হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন পরিষদের সভাপতি  সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান থানা অফিসার ইন চার্জ মীর মাহবুবুর রহমান।   প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ. পঞ্ঞা চক্ক মহাথের ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে  স্মৃতিচারণসহ অনিত্যসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের আশীর্বাদক ছিলেন সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের,পার্বত্য ভিক্ষু সংঘের ৬ষ্ঠ সংঘনায়ক (রাজনিকায়) ভদন্ত  ঞ্নাওয়াইসা মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা , উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।

বক্তব্য রাখেন সদ্ধর্মজ্যোতি ভদন্ত  সুনন্দ মহাথের, সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, প্রজ্ঞাবারিধি ভদন্ত  সুমেধানন্দ মহাথের, অধ্যাপক  বিপুলানন্দ মহাথের, রাজগুরু ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের, সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের, কর্মবীর ভদন্ত করুণাশ্রী থের,  ভদন্ত ধর্মপ্রিয়  মহাথের, সদ্ধর্মসারথী ভদন্ত সুমনবংশ  মহাথের, মৈত্রীবারিধি ভদন্ত পরমানন্দ মহাথের ,ভদন্ত তন্হংকর থের, অধ্যাপক ড. সু্ব্রত বরণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া,অঞ্চল কুমার তালুকদার,  শিবু প্রসাদ বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি  মং হলা চিং,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি  সুশীল বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়)ট্রাস্টি রুবেল বড়ুয়া, উদযাপনী পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, উদযাপনী পরিষদের অর্থ সম্পাদক নয়ন বড়ুয়া,  সুভাষ চন্দ্র বড়ুয়া,  বীর উত্তম বড়ুয়া প্রমুখ।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী শরণ বড়ুয়া।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত দেববংশ থের  ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু,  অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, লেলিন বড়ুয়া।

অনুষ্ঠানে সংঘরাজ ও সংঘনায়কসহ  ভিক্ষু সংঘ, রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, বৌদ্ধ নেতৃবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে সন্ধ্যায় ফানুস উত্তোলন ও আতশবাজির মাধ্যমে শ্মাশনবেদিতে অগ্নিপ্রজ্জ্বলন ও বুদ্ধ কীর্তনসহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র বিদায় জানানো হয়। এই উপলক্ষে  চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান,  খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী জেলাসহ আশেপাশের এলাকা হতে হাজার হাজার পূর্ণার্থী ও দায়ক-দায়িকাবৃন্দের মহাসমাগম ঘটে।