বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির আগের চেয়ে ভালো আছেন। তিনি নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এমনটি জানিয়েছেন সেখানে সাথে থাকা ভিক্ষু শ্রমণবৃন্দ। তবে হাসপাতালে ভিড় না করতে নির্দেশনা দেয়া আছে।
চিকিৎসকরা জানিয়েছেন , অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভাল । সংঘরাজ ভান্তের এই একশত বছর বয়সেও কোন ডায়াবেটিস নেই, প্রেসার নেই। হার্ট, ফুসফুস, কিডনী সহ সব গুরুত্বপূর্ণ অর্গান ভাল আছে। অন্যান্য ডাক্তাররাও বলছেন ভান্তের যে সমস্যা সেটা বয়সগত স্বাভাবিক সমস্যা। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।