রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৪ জুলাই) রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে দিনব্যাপী নানা আয়োজনে সম্পন্ন হয়।
সকাল ৮ টায় প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সঙ্ঘদান ও স্মৃতিচারণ সভা শুরু হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- উপসংনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, বাঙ্গালদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি সংঘবন্ধু ভদন্ত দেবানন্দ মহাথের। মধ্যম বিনাজুরী মৈত্রী নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাস্থবির,প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের, উদ্বোধক ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের। বিশেষ অতিথি ছিলেন কর্মবীর ভদন্ত আর্যকীর্তি মহাথের, ভদন্ত সোভিতানন্দ মহাথের,ভদন্ত আরুনানন্দ মহাথের, ভদন্ত ভদ্রিয় মহাথের, ভদন্ত বজিরানন্দ মহাথের, ভদন্ত তিসসানন্দ মহাথের, ভদন্ত সচিছতানন্দ মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত সংঘবোধি মহাথের, ভদন্ত বিপসসী মহাথের,ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত শান্তিলোক মহাথের, ভদন্ত বোধিপ্রিয় মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত ইদ্দিপঞ্ঞ মহাথের প্রমুখ।
সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত মেত্তানন্দ থের, ভদন্ত শাসনমিত্র ভিক্ষু , সঞ্জয় বড়ুয়া রকির সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত করুণাপ্রিয় থের, পঞ্চশীল প্রার্থনা করেন সিন্ধু বিকাশ বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন টুটুল বড়ুয়া।
২য় পর্বে স্মৃতিচারণ সভা ও অনিত্য সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, উপদেষ্টা সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথের।
প্রধান অতিথি ছিলেন সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। উদ্বোধক ছিলেন সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের। প্রধান ধর্মদেশক থাকবেন খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞ চক্ক মহাথের ,উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত রাজগুরু অভয়ানন্দ মহাথের,ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত ড. উপানন্দ মহাথের, প্রজ্ঞাবারিধি অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের, ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত আনন্দমিত্র মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাস্থবির, ভদন্ত বিপুলসেন মহাস্থবির,ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত করুণাশ্রী মহাথের প্রমুখ।
সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত বি সত্যানন্দ থের, ভদন্ত করুনানন্দ থের , সুমন বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন ভদন্ত জ্ঞানপাল ভিক্ষু, ভদন্ত শুভানন্দ ভিক্ষু। উদযাপনী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত দেবমিত্র থের, ডা. উদয়ন বড়ুয়া বাপ্পী , নয়ন বড়ুয়া , বিমল বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন বাবুল বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন শিপলু বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষক তাপস বড়ুয়া ও সহশিল্পীবৃন্দ।
গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায় পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।