রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৪ জুলাই শুক্রবার দিনব্যাপী রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে অনুষ্ঠিত হবে।
শুক্রবার ৪ জুলাই সকাল ৮ টায় প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সঙ্ঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- উপসংনায়ক শাসনস্তম্ব ভদন্ত জীবনানন্দ মহাথের, বাঙ্গালদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি সংঘবন্ধু ভদন্ত দেবানন্দ মহাথের। মধ্যম বিনাজুরী মৈত্রী নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাস্থবির,প্রধান ধর্মদেশক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের, উদ্বোধক থাকবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন ভদন্ত সুমিত্তানন্দ থের।
২য় পর্বে স্মৃতিচারণ সভা ও অনিত্য সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, উপদেষ্টা সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথের।
প্রধান অতিথি থাকবেন সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। উদ্বোধক থাকবেন সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের। প্রধান ধর্মদেশক থাকবেন খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞ চক্ক মহাথের ,উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায় ভদন্ত ধর্মানন্দ মহাথের পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বর্তমানে তার মরদেহ রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারে রাখা আছে।