বান্দরবানের রুমা উপজেলায় সোলার সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুবেল বড়ুয়া (৩০)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পল্লান পাড়া এলাকার মনোরঞ্জন বড়ুয়ার ছেলে। তিনি সোলার প্রকল্পের ঠিকাদার।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সাড়ে এগারোটায় রুমা উপজেলা সদরের ডরমেটরি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলা সদরের ডরমেটরি এলাকায় সোলার প্যানেল সংযোগের কাজ চলাকালে অসাবধানতাবশত একটি তার পার্শ্ববর্তী মূল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।