০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে

আসন্ন প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৭ অক্টোবর) সোমবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  হাসিব আজিজ।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সিএমপি কমিশনার মহোদয় সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)  মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর)  আ স ম মোস্তাইন হোসেন, বিপিএম-বার মহোদয়সহ সিএমপির ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

আপডেট সময় ১০:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
আসন্ন প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৭ অক্টোবর) সোমবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  হাসিব আজিজ।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সিএমপি কমিশনার মহোদয় সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)  মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর)  আ স ম মোস্তাইন হোসেন, বিপিএম-বার মহোদয়সহ সিএমপির ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।