০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ

ভদন্ত অমৃতানন্দ থের আর নেই

রাঙ্গুনিয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত অমৃতানন্দ থের (৪৬) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

রবিবার (২৮ মে )বিকেল ৫.৩০ টায় স্ট্রোক জনিত কারণে মেডিকেল নেয়ার পথে পরলোক গমন করেন।

তিনি রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্ঞানানন্দ মহাথে্রর শিষ্য ও রাউজান জেতবন ভাবনা কমপ্লেক্সের ভূমি দাতা, প্রখ্যাত জমিদার, প্রয়াত যদুনাথ চৌধূরীর পুত্র দিলিপ চৌধূরী প্রকাশ নন চৌধূরীর কনিষ্ঠ পুত্র ছিলেন।

আগামীকাল ৩০শে মে  মঙ্গলবার বিকাল ৩ টায় রাঙ্গুনীয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারে প্রয়াতের  অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ

ভদন্ত অমৃতানন্দ থের আর নেই

আপডেট সময় ০৪:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

রাঙ্গুনিয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত অমৃতানন্দ থের (৪৬) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

রবিবার (২৮ মে )বিকেল ৫.৩০ টায় স্ট্রোক জনিত কারণে মেডিকেল নেয়ার পথে পরলোক গমন করেন।

তিনি রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্ঞানানন্দ মহাথে্রর শিষ্য ও রাউজান জেতবন ভাবনা কমপ্লেক্সের ভূমি দাতা, প্রখ্যাত জমিদার, প্রয়াত যদুনাথ চৌধূরীর পুত্র দিলিপ চৌধূরী প্রকাশ নন চৌধূরীর কনিষ্ঠ পুত্র ছিলেন।

আগামীকাল ৩০শে মে  মঙ্গলবার বিকাল ৩ টায় রাঙ্গুনীয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারে প্রয়াতের  অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।