রাঙ্গুনিয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত অমৃতানন্দ থের (৪৬) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)
রবিবার (২৮ মে )বিকেল ৫.৩০ টায় স্ট্রোক জনিত কারণে মেডিকেল নেয়ার পথে পরলোক গমন করেন।
তিনি রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্ঞানানন্দ মহাথে্রর শিষ্য ও রাউজান জেতবন ভাবনা কমপ্লেক্সের ভূমি দাতা, প্রখ্যাত জমিদার, প্রয়াত যদুনাথ চৌধূরীর পুত্র দিলিপ চৌধূরী প্রকাশ নন চৌধূরীর কনিষ্ঠ পুত্র ছিলেন।
আগামীকাল ৩০শে মে মঙ্গলবার বিকাল ৩ টায় রাঙ্গুনীয়া পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারে প্রয়াতের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।