০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ড. এফ দীপংকর মহাথের’র মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৯৪৫ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে  উদ্বেগ জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ।

আজ মংগলবার ১৬ জুলাই  পেজে সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের  সবাক্ষরিত এক  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে  উদ্বেগ জানিয়ে আমরা খুবই মর্মাহত, স্তম্ভিত ও বাকরুদ্ধ। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পক্ষ থেকে তাঁর পারলৌকিক সুখ সদ্গতি কামনায় পূন্যদান করছি।

একজন উচ্চ শিক্ষিত ধ্যানী বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু বাংলাদেশের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সমাজের জন্য উদ্বেগের ও আতঙ্কের। এমন রহস্যজনক মৃত্যু পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কোনভাবেই প্রত্যাশা করেনা।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যিকার ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

ড. এফ দীপংকর মহাথের’র মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ

আপডেট সময় ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে  উদ্বেগ জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ।

আজ মংগলবার ১৬ জুলাই  পেজে সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের  সবাক্ষরিত এক  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে  উদ্বেগ জানিয়ে আমরা খুবই মর্মাহত, স্তম্ভিত ও বাকরুদ্ধ। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পক্ষ থেকে তাঁর পারলৌকিক সুখ সদ্গতি কামনায় পূন্যদান করছি।

একজন উচ্চ শিক্ষিত ধ্যানী বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু বাংলাদেশের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সমাজের জন্য উদ্বেগের ও আতঙ্কের। এমন রহস্যজনক মৃত্যু পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কোনভাবেই প্রত্যাশা করেনা।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যিকার ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।