বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ।
আজ মংগলবার ১৬ জুলাই পেজে সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের সবাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,ড. এফ দীপংকর মহাথের (৫৩) রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ জানিয়ে আমরা খুবই মর্মাহত, স্তম্ভিত ও বাকরুদ্ধ। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পক্ষ থেকে তাঁর পারলৌকিক সুখ সদ্গতি কামনায় পূন্যদান করছি।
একজন উচ্চ শিক্ষিত ধ্যানী বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু বাংলাদেশের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সমাজের জন্য উদ্বেগের ও আতঙ্কের। এমন রহস্যজনক মৃত্যু পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কোনভাবেই প্রত্যাশা করেনা।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যিকার ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।