চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (ভারপ্রাপ্ত )অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার, প্রধান আলোচক ছিলেন পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের,উদ্বোধক ছিলেন পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনন্দলোকে মঙ্গলালোকে গানের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে চবি বৌদ্ধ ছাত্র সংসদ থেকে বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জনি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সংসদের সভাপতি জি নিরোধানন্দ ভিক্ষু ,ভূবন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা, আলোচনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গৌতমবুদ্ধের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে ফানুস উত্তোলনের মাধ্যমে সাম্প্রদায়িক তমসার অন্ত কামনা করেন।