বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ,উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের’র ২দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৭ ,২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার , শুক্রবার রাউজান আধার মানিক সার্বজনীন বোধি নিকেতন বিহারে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। আশীর্বাদক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের , প্রধান জ্ঞাতি থাকবেন সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালেউপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
আশীর্বাদক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের,সভাপতিত্ব করবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়দর্শী মহাথের,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ধর্মদূত ড. সংঘপ্রিয় মহাথের, মুখ্য আলোচক চবি পালি বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সহ সভাপতি সংঘতিলক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের।
দুপুর ২ টায় স্মৃতিচারণসহ সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হবে। আশীর্বাদক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের,সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চবি পালি বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. জিনবোধি মহাথের, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. ধর্মকীর্তি মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস, ভদন্ত এস লোকজিৎ মহাথের।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ,উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের গত ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে প্রয়াণ লাভ করেন।