প্রতি বছরের মতো ইটালির মিলানো শহরে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন ) বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে স্থানীয় এক রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় অস্ট্রেলিয়া থেকে আগত ভদন্ত আদিচ্চা মহাথের, বাংলাদেশ থেকে সুগতপ্রিয় মাহথের সহ ইটালি, শ্রীলংকার বৌদ্ধ ভিক্ষু অংশ নেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানে সহযোগিতায় পরিচালিত অনলাইনে ধর্মীয় শিক্ষার স্কুল ‘স্কুলা দেল করে’ ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ইতালি, থাইল্যান্ড ,সুইজারল্যান্ড এবং মিলান শহরের আশপাশের বসবাসকারী বাংলাদেশি, ইতালিয়ান ও শ্রীলঙ্কার প্রবাসী বৌদ্ধরা সংঘ দান অনুষ্ঠানে অংশ নেন।