আনোয়ারা চেনামতি সচ্ছিদানন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া ভান্ডারগাঁও তিরতন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো ও ভদন্ত ধর্মমিত্র মহাথেরো , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত জিনরতন মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন তিশরী বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত রতনানন্দ ভিক্ষু। সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন জয়সেন ভিক্ষু। উদ্বোধক ছিলেন চেনামতি সচ্ছিদানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদন্ত দেবজ্যোতি ভিক্ষু। দেশনা করেন ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ।
মঙ্গলাচরন করেন পূর্ণজ্যোতি শ্রামণ ।
শুভংকর বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন বিকালে দানোত্তম কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চঅং ,উদ্বোধক ছিলেন চেনামতি সচ্ছিদানন্দ বিহারের মহাধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রুদুরা আনন্দ নিকেতন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদিশারী ভদন্ত বোধিরতন মহাথেরো,সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্মদিশারী ভদন্ত পি, লোকানন্দ মহাথেরো।
বিশেষ অতিথি ছিলেন ভিয়েতনাম বিজনেস এসোসিয়েশনের সভাপতি থ্রং ডু , ইউটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ,ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী , হেল্প ইন্টারন্যাশনালের সিইও দেবাশীষ বড়ুয়া ,বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া রিপন , প্রকৌশলী মিহির বড়ুয়া । মংগলাচরণ করেন চেনামতি সচ্ছিদানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদন্ত দেবজ্যোতি ভিক্ষু , স্বাগত বক্তব্য রাখেন অসিত রঞ্জন বড়ুয়া , সাধন বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নীলা বড়ুয়া ।