রাঙ্গামাটি সাজেক শুকনা নন্দরাম অরণ্য লুম্বিনী বনবিহারের অধ্যক্ষ, পরম পূজ্য বনভন্তের ভদন্ত সুজ্যোতি মহাস্থবির (৮৪) আর নেই ।
(অনিচ্চা বত সাংখারা…)
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে নিজ বিহারে পরলোকগমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।