সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ’র ৪৬তম বার্ষিক সম্মেলন, ধর্মীয় বৃত্তি প্রদান, সনদপত্র বিতরন ও দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ৩০, ৩১ মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার রাউজান জামুয়াইন বেণুবন বিহারে অনুষ্ঠিত হবে।
৩০মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ৪৬তম বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ’র সভাপতি অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, উদ্বোধক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ’র প্রাক্তন সভাপতি শাসনানন্দ মহাথের। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করবেন ভদন্ত রাষ্ট্রপাল থের, পরীক্ষা নিয়ন্ত্রকের প্রতিবেদন পাঠ করবেন ভদন্ত বিপুলাবংশ থের।
৩১মার্চ শুক্রবার সকাল ৯ টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ’র সহ – সভাপতি জিনানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন মায়ানী তথাগত বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাথের, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাথের।
দুপুর ১.৩০টা সম্মেলন ,ধর্মীয় বৃত্তি প্রদান, সনদপত্র বিতরন ও দাতাদের সম্মাননা ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপসংঘরাজ ড. শীলানন্দ মহাথের,আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বিশেষ অতিথি থাকবেন উপসংঘরাজ ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের। প্রধান আলোচক থাকবেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের। বিশেষ আলোচক থাকবেন ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত বিপুলবংশ থের।