০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • বিদর্শন বড়ুয়া
  • আপডেট সময় ১২:০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • ৮১১ বার পড়া হয়েছে

ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ,সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টারে অনুষ্ঠিত অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে সভাপতি ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ,শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ  ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের। মঙ্গলাচারণ ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু।

প্রকৌশলী লাভলু বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন অনুত্তর বড়ুয়া।

দুপুরে সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন উপসংঘরাজ ,শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ  ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু। বাংলাদেশ থেকে ভার্চুয়াল দেশনা করেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত শীলমিত্র থের।

প্রকৌশলী অসীম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, প্রকৌশলী আশীষ বড়ুয়া , অনুত্তর বড়ুয়া , মানিক রঞ্জন বড়ুয়া , জনি বড়ুয়া ঝুন্টু , সুপায়ন বড়ুয়া , বিকাশ বড়ুয়া , মানিক বড়ুয়া  বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বৌদ্ধদের  উপস্থিতেতে এক মহামিলন মেলায় পরিণত হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের  সম্মেলন, সম্মাননা বৃত্তি , সনদ বিতরণ আজ শুরু

সংযুক্ত আরব আমিরাতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আপডেট সময় ১২:০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ,সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টারে অনুষ্ঠিত অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে সভাপতি ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ,শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ  ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের। মঙ্গলাচারণ ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু।

প্রকৌশলী লাভলু বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন অনুত্তর বড়ুয়া।

দুপুরে সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন উপসংঘরাজ ,শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ  ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু। বাংলাদেশ থেকে ভার্চুয়াল দেশনা করেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত শীলমিত্র থের।

প্রকৌশলী অসীম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, প্রকৌশলী আশীষ বড়ুয়া , অনুত্তর বড়ুয়া , মানিক রঞ্জন বড়ুয়া , জনি বড়ুয়া ঝুন্টু , সুপায়ন বড়ুয়া , বিকাশ বড়ুয়া , মানিক বড়ুয়া  বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বৌদ্ধদের  উপস্থিতেতে এক মহামিলন মেলায় পরিণত হয়।