০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬২৮ বার পড়া হয়েছে

জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের  ফ্রান্স আগমন উপলক্ষে কৃতজ্ঞ পূজা, শুভ মাঘী পূর্ণিমা ও একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ফ্রান্সের প্যারিসের অদুরে ফ্রান্স কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের ।

উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিঃসার স্থবির। অনুপম বড়ুয়া অনুর সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া।

অনুষ্ঠানে বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের’র ২৯ বর্ষা পূর্ণ হওয়ায় ২৯ টি মোমবাতি প্রজ্বলন করা হয়।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বুদ্ধ পূর্ণিমায় কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ফ্রান্সে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের  ফ্রান্স আগমন উপলক্ষে কৃতজ্ঞ পূজা, শুভ মাঘী পূর্ণিমা ও একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ফ্রান্সের প্যারিসের অদুরে ফ্রান্স কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের ।

উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিঃসার স্থবির। অনুপম বড়ুয়া অনুর সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া।

অনুষ্ঠানে বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের’র ২৯ বর্ষা পূর্ণ হওয়ায় ২৯ টি মোমবাতি প্রজ্বলন করা হয়।