০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের বৈকালিক ভৈষজ্য সংঘদান, সংবর্ধনা সভা

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপসংঘরাজ স্মৃতিধর প্রয়াত  ড. শীলানন্দ মহাথের,ভারত বিবেকনগর বিহারের অধ্যক্ষ  প্রয়াত ভদন্ত বিবেকানন্দ মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রয়াত বোধিমিত্র মহাথের সহ পরলোকগত সকল সংঘপুরোধাদের নির্বাণ সুখ কামনায় অষ্টপরিক্খার সহ বৈকালিক ভৈষজ্য সংঘদান, মাঘী পূর্ণিমা উদযাপন, উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের,ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, বিনয়শীল কুশলায়ন মহাথের,ঢাকা আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসিন ভদন্ত জিনরক্ষিত মহাথের, বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫ টায় ফ্রান্সের প্যারিসের অদুরে লা কুরনভ  ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের স্থায়ী বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, সংবর্ধিত অতিথি ছিলেন ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের,ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, বিনয়শীল কুশলায়ন মহাথের,ঢাকা আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসিন ভদন্ত জিনরক্ষিত মহাথের, ।

উদ্বোধনী ভাষন প্রদান করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের সভাপতি ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষু।

অন্যান্যদের মধ্যে ভদন্ত ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত জ্যোতিঃসার স্থবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সেবক বড়ুয়া ও সুহাস বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিধান বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রণজিৎ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন প্রত্যুষা বড়ুয়া ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বুদ্ধ পূর্ণিমায় কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের বৈকালিক ভৈষজ্য সংঘদান, সংবর্ধনা সভা

আপডেট সময় ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপসংঘরাজ স্মৃতিধর প্রয়াত  ড. শীলানন্দ মহাথের,ভারত বিবেকনগর বিহারের অধ্যক্ষ  প্রয়াত ভদন্ত বিবেকানন্দ মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রয়াত বোধিমিত্র মহাথের সহ পরলোকগত সকল সংঘপুরোধাদের নির্বাণ সুখ কামনায় অষ্টপরিক্খার সহ বৈকালিক ভৈষজ্য সংঘদান, মাঘী পূর্ণিমা উদযাপন, উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের,ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, বিনয়শীল কুশলায়ন মহাথের,ঢাকা আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসিন ভদন্ত জিনরক্ষিত মহাথের, বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫ টায় ফ্রান্সের প্যারিসের অদুরে লা কুরনভ  ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের স্থায়ী বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথের, সংবর্ধিত অতিথি ছিলেন ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের,ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, বিনয়শীল কুশলায়ন মহাথের,ঢাকা আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসিন ভদন্ত জিনরক্ষিত মহাথের, ।

উদ্বোধনী ভাষন প্রদান করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের সভাপতি ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষু।

অন্যান্যদের মধ্যে ভদন্ত ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত জ্যোতিঃসার স্থবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সেবক বড়ুয়া ও সুহাস বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিধান বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রণজিৎ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন প্রত্যুষা বড়ুয়া ।