০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিরত্ন বন্দনা গাথা

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৫:৩২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৯২৫ বার পড়া হয়েছে

যো সন্নিসিন্নো বরবোধিমূলে,
মারং সসেনং মহতিং বিজেত্বা,
সম্বোধি মাগঞ্জি অনন্তঞানো,
লোকুত্তমো তং পণমামি বুদ্ধং।
অনুবাদ : যিনি লোকোত্তম ও অনন্ত-জ্ঞানসম্পন্ন, যিনি বোধিমূলে উপবিষ্ট হয়ে সসৈন্য মারকে পরাজিত করে অনন্ত জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, আমি সেই বুদ্ধকে বন্দনা করছি।

অটঠাঙ্গিকো অরিযপথো জনানং,
মোক্খপ্পবেসা যুজুকো ব মগ্‌গো।
ধম্মো অযং সন্তিকরো পণীতো,
নীয্যানিকো তং পণমামি ধম্মং।
অনুবাদ : আর্য অষ্টাঙ্গিক মার্গই মোক্ষপুরে (নির্বাণ) প্রবেশ করার সোজাপথ, এই ধর্মই শ্রেষ্ঠ ও শান্তিপ্রদ। আমি সেই নৈর্বাণিক ধর্মকে বন্দনা করছি।

সংঘো বিসুদ্ধো বর-দক্খিণেয্যো,
সন্তিন্দ্রিযো সব্বমালপ্পহীনো।
গুণেহি নেকেহি সমিদ্ধিপ্পত্তো,
অনাসবো তং পণমামি সঙ্ঘং।
অনুবাদ : যে সংঘ বিশুদ্ধ, শ্রেষ্ঠ, দানের যোগ্যপাত্র, শান্তেন্দ্রিয়, সর্ববিধ পাপমল প্রহীণ, বিবিধ গুণে সমৃদ্ধি প্রাপ্ত এবং আসব-ক্ষয়কারী, আমি সেই সংঘকে বন্দনা করছি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

ত্রিরত্ন বন্দনা গাথা

আপডেট সময় ০৫:৩২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

যো সন্নিসিন্নো বরবোধিমূলে,
মারং সসেনং মহতিং বিজেত্বা,
সম্বোধি মাগঞ্জি অনন্তঞানো,
লোকুত্তমো তং পণমামি বুদ্ধং।
অনুবাদ : যিনি লোকোত্তম ও অনন্ত-জ্ঞানসম্পন্ন, যিনি বোধিমূলে উপবিষ্ট হয়ে সসৈন্য মারকে পরাজিত করে অনন্ত জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, আমি সেই বুদ্ধকে বন্দনা করছি।

অটঠাঙ্গিকো অরিযপথো জনানং,
মোক্খপ্পবেসা যুজুকো ব মগ্‌গো।
ধম্মো অযং সন্তিকরো পণীতো,
নীয্যানিকো তং পণমামি ধম্মং।
অনুবাদ : আর্য অষ্টাঙ্গিক মার্গই মোক্ষপুরে (নির্বাণ) প্রবেশ করার সোজাপথ, এই ধর্মই শ্রেষ্ঠ ও শান্তিপ্রদ। আমি সেই নৈর্বাণিক ধর্মকে বন্দনা করছি।

সংঘো বিসুদ্ধো বর-দক্খিণেয্যো,
সন্তিন্দ্রিযো সব্বমালপ্পহীনো।
গুণেহি নেকেহি সমিদ্ধিপ্পত্তো,
অনাসবো তং পণমামি সঙ্ঘং।
অনুবাদ : যে সংঘ বিশুদ্ধ, শ্রেষ্ঠ, দানের যোগ্যপাত্র, শান্তেন্দ্রিয়, সর্ববিধ পাপমল প্রহীণ, বিবিধ গুণে সমৃদ্ধি প্রাপ্ত এবং আসব-ক্ষয়কারী, আমি সেই সংঘকে বন্দনা করছি।