চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের। তিনি ড. সুমন বড়ুয়ার পদত্যাগজনিত কারণে স্থলাভিষিক্ত হলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মংগলবার (১৪ মার্চ) নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
২০১০ সালে বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন ড. জ্ঞানরত্ন মহাথের। ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হন তিনি।
ড. জ্ঞানরত্ন মহাথের দি ওয়ে অব প্র্যাকটেসিং মেডিটেশন ইন থেরবাদে বুড্ডিজম ও দি অরিজিন অব অভিধম্ম এন্ড ইটস ডেভেলাপমেন্ট, বুদ্ধের শিক্ষা, নির্বাণ লাভের উপায় গ্রন্থ রচনা করেছেন।
তার লেখা দেশ বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে।
২০১০ সালে জাপানের আইসি গাক্কুন ইউনিভার্সিটি থেকে পিএইচডি. ডিগ্রি অর্জন করেন জ্ঞানরত্ন মহাথের।